দিনভর চট্টগ্রাম সফরে প্রধান উপদেষ্টা

টাইমস রিপোর্ট
1 Min Read
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার কার্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনসহ একাধিক কর্মসূচিতে অংশ নিতে নিজ জেলা চট্টগ্রামে দিনব্যাপী সফরে বুধবার সকালে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম চট্টগ্রাম সফর।

সকাল সোয়া ৯টার দিকে তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে সরাসরি যান নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ইয়ার্ড-৫ পরিদর্শনে। সেখানে তিনি বন্দরের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক সভায় অংশ নেন। অনুষ্ঠানে বন্দর ব্যবস্থাপনা, বে টার্মিনাল, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরসহ বিভিন্ন স্থাপনার ওপর মাল্টিমিডিয়া উপস্থাপনা উপভোগ করেন।

এরপর তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে গিয়ে কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। এ সময় চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসন প্রকল্প এবং অক্সিজেন-হাটহাজারী সড়কের অগ্রগতিও পরিদর্শন করেন। পাশাপাশি চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ২৩ একর জমির দলিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

দুপুরে তিনি যাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, যেখানে তার শিক্ষকতা জীবন শুরু হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত সমাবর্তনে ২০১১ থেকে ২০২৩ শিক্ষাবর্ষের ২২ হাজার ৬০০ শিক্ষার্থীকে সনদ ও ২২ জনকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হবে।

সমাবর্তনে বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচন ও শান্তি প্রতিষ্ঠায় ভূমিকার স্বীকৃতি হিসেবে ইউনূসকে সম্মানসূচক ‘ডি লিট’ ডিগ্রি প্রদান করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

সমাবর্তন শেষে তিনি হাটহাজারীর বাথুয়া গ্রামে পৈতৃক বাড়িতে যাবেন। দিনব্যাপী এ সফর উপলক্ষে জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সন্ধ্যায় ঢাকায় ফিরবেন প্রধান উপদেষ্টা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *