‘থান্ডারবোল্টস’: তিন দিনেই ২ হাজার কোটি টাকার টিকিট বিক্রি!

টাইমস রিপোর্ট
4 Min Read
‘থান্ডারবোল্টস’ ছবিতে ফ্লোরেন্স পিউ । ছবি: মারভেল স্টুডিওস

হলিউডে প্রতিবছর বক্স অফিসে সাফল্যের মূল চাবিকাঠি হয়ে থাকে গ্রীষ্মকালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। বড় পর্দায় এই মৌসুমে ছবি দেখতে দর্শকরা ভিড় করেন বেশি। হলিউডে প্রতিবছরের বক্স অফিস আয়ের প্রায় ৪০ শতাংশ আসে গ্রীষ্মে। মে মাসের প্রথম শুক্রবার থেকে সেপ্টেম্বরে লেবার ডে পর্যন্ত এই মৌসুম ধরা হয়।

মারভেল স্টুডিওসের ‘থান্ডারবোল্টস’ ছবির সুবাদে এবারের গ্রীষ্মকালীন বক্স অফিসের শুরুটা হলো দারুণভাবে। গত ২ মে মুক্তির পর প্রথম তিন দিনে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে এর ১৬ কোটি ২০ লাখ ডলারের (১ হাজার ৯৬৬ কোটি ৪৬ লাখ টাকা) টিকিট বিক্রি হয়েছে। এরমধ্যে উত্তর আমেরিকায় (যুক্তরাষ্ট্র ও কানাডা) টিকিট বিক্রি থেকে এসেছে ৭ কোটি ৬০ লাখ ডলার (৯২৫ কোটি ৪০ লাখ টাকা)। রোববার এসব তথ্য জানিয়েছে পরিবেশনা সংস্থা ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্স।

‘থান্ডারবোল্টস’ ছবির পোস্টার । ছবি: মারভেল স্টুডিওস

গত ফেব্রুয়ারিতে মুক্তির প্রথম তিন দিনে মারভেল স্টুডিওসের ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ ছবির টিকিট বিক্রি হয়েছে ৮ কোটি ৮৮ লাখ ডলারের (১ হাজার ৭৭ কোটি ৯১ লাখ টাকা)। মারভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ৩৬তম ছবি ‘থান্ডারবোল্টস’ সেই অঙ্ক পেরোতে না পারলেও মোট আয়ে ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

‘থান্ডারবোল্টস’ ছবিতে (বাঁ থেকে) হানা জন-কামেন, লুইস পুলম্যান, ওয়ায়েট রাসেল, ডেভিড হারবার, ফ্লোরেন্স পিউ ও সেবাস্টিয়ান স্ট্যান। ছবি: মারভেল স্টুডিওস

‘থান্ডারবোল্টস’ ছবির গল্প মারভেল স্টুডিওসের বিভিন্ন চলচ্চিত্রের একদল অ্যান্টিহিরোকে ঘিরে যারা একটি ফাঁদে আটকা পড়ে একজন সুপারভিলেনের সঙ্গে লড়াইয়ের জন্য জোট গড়তে বাধ্য হয়। এতে অভিনয় করেছেন ফ্লোরেন্স পিউ, সেবাস্টিয়ান স্ট্যান, ডেভিড হারবার, অলগা কারিলেঙ্কো, জুলিয়া-লুই ড্রাইফাস, ওয়ায়েট রাসেল, লুইস পুলম্যান, জেরাল্ডিন বিশ্বনাথন, ক্রিস বাউয়ার, ওয়েন্ডেল পিয়ের্স, হানা জন-কামেন।

‘থান্ডারবোল্টস’ ছবিতে (বাঁ থেকে) ডেভিড হারবার, হানা জন-কামেন, ওয়ায়েট রাসেল ও ফ্লোরেন্স পিউ। ছবি: মারভেল স্টুডিওস

এদিকে চীনে তিন দিনে ‘থান্ডারবোল্টস’ ছবির ১ কোটি ৪ লাখ ডলারের (১২৬ কোটি ২৪ লাখ টাকা) টিকিট বিক্রি হয়েছে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের অংশ হিসেবে দেশটি হলিউডের চলচ্চিত্র আমদানি সীমিত করার সিদ্ধান্ত নেওয়ার পর হলিউডের প্রতি চীনাদের আগ্রহ কেমন বহাল আছে সেই পরীক্ষার প্রথম ধাপ ছিল এটি।

লন্ডনে ‘থান্ডারবোল্টস’ ছবির প্রিমিয়ারে (বাঁ থেকে) জ্যাক শ্রিয়ার, ওয়েন্ডেল পিয়ের্স, জেরাল্ডিন বিশ্বনাথন, জুলিয়া লুই-ড্রাইফাস, ফ্লোরেন্স পিউ, হানা জন-কামেন, ডেভিড হারবার, ওয়ায়েট রাসেল ও লুইস পুলম্যান। ছবি: মারভেল স্টুডিওস

‘থান্ডারবোল্টস’ তৈরিতে ব্যয় হয়েছে ১৮ কোটি ডলার (২ হাজার ১৮৪ কোটি ৫৮ লাখ টাকা)। মারভেল কমিকস অবলম্বনে নির্মিত ২ ঘণ্টা দৈর্ঘ্যের ছবিটি পরিচালনা করেছেন জেক শ্রিয়ার। এর গল্প লিখেছেন এরিক পিয়ারসন। তার সঙ্গে মিলে চিত্রনাট্য সাজিয়েছেন জোয়ানা ক্যালো। প্রযোজনায় কেভিন ফাইগি।

‘থান্ডারবোল্টস’ ছবিতে ফ্লোরেন্স পিউ । ছবি: মারভেল স্টুডিওস

ডিজনির গ্লোবাল থিয়েটার ডিস্ট্রিবিউশনের প্রধান অ্যান্ড্রু ক্রিপসের দাবি, ‘থান্ডারবোল্টস’-এর মাধ্যমে মারভেল সিনেম্যাটিক ইউনিভার্সের কোনো ছবি চার বছর পর সবচেয়ে ভালো পর্যালোচনা পেয়েছে। রটেন টমেটোস ওয়েবসাইটে চলচ্চিত্রটিকে সমালোচকরা ৮৮ শতাংশ ও সিনেমাপ্রেমীরা ৯৪ শতাংশ ইতিবাচক রেটিং দিয়েছেন। এটি মারভেল স্টুডিওসের ছবির ক্ষেত্রে তৃতীয় সর্বোচ্চ দর্শক স্কোর। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’-এর সঙ্গে ড্র করেছে এটি। এর ওপরে আছে ‘সাং-চি অ্যান্ড দ্য লেজেন্ড অব দ্য টেন রিংস’ (২০২১) ও ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ (২০২১)।

আগামী জুলাইয়ে বড় পর্দায় মুক্তি পাবে মারভেল স্টুডিওসের ‘ফ্যান্টাস্টিক ফোর’। এবারের গ্রীষ্মকালীন আকর্ষণে আরো থাকছে ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’, ‘মিশন: ইম্পসিবল – দ্য ফাইনাল রেকোনিং’ ও নতুন ‘সুপারম্যান’। ২০২৬ সালে গ্রীষ্মকালীন বক্স অফিস কাঁপাতে আসবে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *