রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করতে শিগগিরই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যৌথ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, শনিবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর মিরপুর ও পল্লবীতে রাস্তা, ফুটপাত ও নর্দমা নির্মাণ কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন প্রশাসক।
মোহাম্মদ এজাজ জানান, ঢাকায় অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশনে অভিযান চালাতে ডিএমপি ইতোমধ্যে তালিকা তৈরি করেছে। শিগগিরই অভিযান করে এগুলো বন্ধ করে দেওয়া হবে।
‘এলাকায় অবৈধ অটোরিকশা ঢোকার অনুমতি না দিতে’ বিভিন্ন এলাকার বাড়ির মালিক সমিতিকে অনুরোধ জানান ডিএনসিসি প্রশাসক। তিনি বলেন, ‘আপনাদের আবাসিক এলাকাগুলো যে পরিকল্পনায় তৈরি করা হয়েছে, তার বাইরে অন্যকিছু প্রবেশ করতে দেবেন না। আবাসিক এলাকায় কোনো বাণিজ্যিক কাজ করতে দেবেন না। সিটি কর্পোরেশনের সঙ্গে স্থানীয় কমিউনিটি সোচ্চার হলে অবৈধ অটোরিকশা, অবৈধ হকার বন্ধ করা সহজ হবে।’
এ সময় জলাধার রয়েছে এমন কোনো প্লট হাউজিং কোম্পানিগুলোর থেকে না কেনার জন্য নগরবাসীকে অনুরোধ করেন তিনি। এতে ‘পরে ঝামেলা হতে পারে’ বলে সতর্ক করেন তিনি।
এ সময় পল্লবী ইস্টার্ন হাউজিং এলাকার খালগুলো উদ্ধারে ডিএনসিসির উদ্যোগের কথা জানান ডিএনসিসি প্রশাসক।
পল্লবীতে বৃক্ষ রোপনের আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ‘আমি অনুরোধ করছি ছোট গাছ না লাগিয়ে বড় গাছ লাগাবেন। পরিকল্পনা করে একটা রোডে কৃষ্ণচূড়া লাগান, আরেকটা রোডে সোনালু লাগান। এতে সুন্দর পরিবেশ সৃষ্টি হবে।’