ডিআরইউতে হামলার ঘটনায় গ্রেপ্তার ২

টাইমস রিপোর্ট
2 Min Read

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে সশস্ত্র হামলা, লুটপাট, সাংবাদিকের মারধর ও হত্যাচেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্ত জাকিরসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে তাদের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর।

তিনি বলেন, ’ডিআরইউ প্রাঙ্গণে সশস্ত্র হামলা ও কয়েকজন সাংবাদিককে হত্যাচেষ্টার ঘটনায় মামলা হয়েছে। এ মামলার এজাহারভুক্ত দুজন আসামি জাকির ও তার স্ত্রী বিউটিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

পুলিশ জানায়, গত বুধবার রাতে পিস্তল, দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিতভাবে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হামলা চালায় সন্ত্রাসী জাকির হোসেন ও তার অনুসারীরা। এ সময় ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, দপ্তর সম্পাদক রফিক রাফি, সদস্য মশিউর রহমান, মাহবুব হাসান, দেলোয়ার মহিন, মফিজুল সাদিকসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংগঠনটির অ্যাডমিন অফিসার সোলাইমান হোসেন বৃহস্পতিবার বিকেলে এ বিষয়ে মামলা করেন। এজাহারে স্থানীয় মাদক ব্যবসায়ী জাকির হোসেন, তার স্ত্রী বিউটি খাতুন, আদর আক্তার, উদয় হাসান, কামাল ও রতনসহ ১০ জনের নাম উল্লেখসহ ৫০ জনকে আসামি করা হয়।

এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি বিচার দাবি করেছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব), ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ), বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ), ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব) ও বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *