যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বেশিরভাগ শুল্ককে বেআইনি ঘোষণা করেছে।
বিবিসি জানিয়েছে, আদালতের রায়ে বলা হয়েছে, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (আইইইপিএ) ব্যবহার করে এসব শুল্ক আরোপের কোনও আইনি ভিত্তি নেই। সাতজন বিচারকের বিপরীতে চারজনের রায়ে আদালত জানায়, কর ও শুল্ক আরোপের ক্ষমতা কংগ্রেসের হাতে, প্রেসিডেন্টের হাতে নয়।
আদালত বলেছে, আইইইপিএ-তে কোথাও শুল্ক আরোপের উল্লেখ নেই, ফলে ট্রাম্পের সিদ্ধান্ত আইনের পরিপন্থী। এই রায় ১৪ অক্টোবর থেকে কার্যকর হবে, এর মধ্যে প্রশাসন চাইলে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবে।
ট্রাম্প অবশ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, এই সিদ্ধান্ত টিকে থাকলে যুক্তরাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। তিনি দাবি করেন, শুল্ক প্রত্যাহার হলে দেশ আর্থিকভাবে দুর্বল হয়ে পড়বে।
২০১৭ সাল থেকে চীন, কানাডা, মেক্সিকোসহ বহু দেশের বিরুদ্ধে ট্রাম্প ‘পারস্পরিক’ শুল্ক আরোপ করেছিলেন। পরে ক্ষুদ্র ব্যবসা ও কয়েকটি অঙ্গরাজ্য আদালতে এর বিরুদ্ধে মামলা করে।
এর আগে নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্য আদালতও ট্রাম্পের শুল্ককে অবৈধ বলেছিল।
আদালতের সর্বশেষ রায়ে বিশ্বব্যাপী আরোপিত এই শুল্ক বাতিল হয়ে যাচ্ছে। তবে ভিন্ন আইনের আওতায় আরোপিত ইস্পাত ও অ্যালুমিনিয়ামের শুল্ক বহাল থাকবে।
সরকারি আইনজীবীরা সতর্ক করে বলেছিলেন, হঠাৎ শুল্ক বাতিল হলে ১৯২৯ সালের মহামন্দার মতো আর্থিক সংকট দেখা দিতে পারে। তারা যুক্তি দিয়েছিলেন, নিরাপত্তা ও বৈদেশিক নীতিতে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে।
বিশ্লেষকদের মতে, এখন সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ের প্রস্তুতি শুরু হবে। সেখানে ট্রাম্পের নিয়োগপ্রাপ্ত তিনজনসহ রিপাবলিকান প্রেসিডেন্টদের মনোনীত ছয় বিচারকের রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।