শ্রীলংকার বিপক্ষে ৭ উইকেটের হার দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। পাথুম নিসাঙ্কা-কুশাল মেন্ডিসের ঝড়ো ব্যাটিংয়ে দিশেহারা হয়ে ন্যুনতম লড়াইটাও পাল্লেকেলেতে করতে পারেননি লিটন দাসরা। রবিবার ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় ম্যাচেও টসে হেরেছেন লিটন দাস। এই ম্যাচেও বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন শ্রীলংকা অধিনায়ক চারিথ আসালাঙ্কা।
সিরিজের প্রথম ম্যাচে হেরে যাওয়াতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। আজকে লিটনদের সামনে সুযোগ আছে সমতায় ফেরার। টিকে থাকার ম্যাচে একাদশে এসেছে তিনটি বদল। আগের ম্যাচে ২৯ বলে ৩২* রান করা নাঈম শেখের বদলে একাদশে এসেছেন জাকের আলী অনিক। প্রথম ম্যাচে খেলতে পারেননি বাম পায়ের মাংসপেশির চোটে।
সিরিজের প্রথম ম্যাচে ৩ ওভারে ৪৩ রান দিয়ে উইকেটহীন থাকা তাসকিন আহমেদকে বসিয়ে নেয়া হয়েছে বাঁহাতি পেসার শরীফুল ইসলামকে। তানজিম হাসান সাকিবও জায়গা হারিয়েছেন একাদশে, ঢুকেছেন মোস্তাফিজুর রহমান।
শ্রীলংকার একাদশ রয়েছে অপরিবর্তিত।
বাংলাদেশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলংকা: পাথুম নিসাঙ্কা, কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা, আভিশকা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, মাহিশ থিকশানা, জেফ্রে ভ্যান্ডারসে, বিনুরা ফার্নান্দো ও নুয়ান থুসারা।