টিকটকার মাহিয়া মাহিকে পুরুষ সঙ্গীসহ আটক

টাইমস রিপোর্ট
1 Min Read
ছবি: সংগৃহীত

বরিশালের একটি আবাসিক হোটেল থেকে টিকটকার মাহিয়া মাহিকে পুরুষ সঙ্গীসহ আটক করেছে কোতয়ালী মডেল থানা-পুলিশ।

বুধবার রাতে নগরীর পোর্ট রোড এলাকার ‘হোটেল রোদেলা’ থেকে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে নগরীর ‘হোটেল রোদেলা’ ও আশপাশের বিভিন্ন আবাসিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই হোটেল থেকে টিকটকার মাহিকে এক পুরুষ সঙ্গীর সঙ্গে পাওয়া যায়। তারা স্বামী-স্ত্রী পরিচয়ে সেখানে উঠেছিলেন। এ সময় তাদের এক সহযোগী তরুণীকেও আটক করা হয়েছে।

স্বামী-স্ত্রী পরিচয় দিলেও মাহি প্রাথমিকভাবে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তাই জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলেও জানায় পুলিশ।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, হোটেল থেকে দুইজন তরুণী ও একজন ছেলেকে থানা হেফাজতে আনা হয়েছে। তাদের মধ্যে স্বামী-স্ত্রী পরিচয় দেওয়া ব্যক্তিদের ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

অপরদিকে, বহুল সমালোচিত টিকটকার মাহিকে পুরুষ সঙ্গীসহ আটকের খবরে ওই হোটেলের সামনে উপস্থিত হন সংবাদকর্মীরা । এ সময় ভিডিও ধারণ করলে মাহি ও তার সহযোগীরা সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *