জি এম কাদেরকে গ্রেপ্তারের দাবি, বাসার সামনে সংবাদ সম্মেলন

টাইমস রিপোর্ট
2 Min Read
উত্তরায় জি এম কাদেরের বাসার সামনে ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ সংবাদ সম্মেলন আয়োজন করে। জি এম কাদেরের কুশপুত্তলিকা দাহ। ছবি: সংগৃহীত

‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ নামের একটি সংগঠন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

শনিবার বিকালে রাজধানীর উত্তরায় জি এম কাদেরের বাসার সামনে সংগঠনটি একটি সংবাদ সম্মেলন আয়োজন করে, যেখানে তারা এই দাবি উত্থাপন করে। এরপর তারা জি এম কাদেরের কুশপুত্তলিকা পোড়ায়।

সংবাদ সম্মেলনে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের মুখপাত্র ফানতাসির মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘জি এম কাদের এবং জাতীয় পার্টি ছিল ভারতের পৃষ্ঠপোষক দল এবং আওয়ামী লীগের সহায়ক বিরোধী দল। তারা টানা তিনটি নির্বাচনের বৈধতা স্বীকার করার চেষ্টা করেছে। এজন্য তদন্তের মাধ্যমে তাদের নিষিদ্ধ করা উচিত।’

এ সময় সংগঠনটি পাঁচ দফা দাবি জানায়। দাবিগুলো হলো–গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করা।

তদন্তের মাধ্যমে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এবং ২৪ ঘণ্টার মধ্যে জি এম কাদেরকে গ্রেপ্তার করা। পুলিশ সংস্কার কমিশন পুনর্বহাল করা। ৫০ হাজার বিপ্লবী পুলিশ নিয়োগ দেওয়া এবং আওয়ামী লীগকে পূর্ণাঙ্গ নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনের শেষে জি এম কাদেরের বাসার সামনে তার কুশপুত্তলিকা পোড়ানো হয়, এবং গ্রেপ্তার ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে বিভিন্ন স্লোগান শোনা যায়। এরপর মিছিল নিয়ে সংবাদ সম্মেলনকারীরা উত্তরার বিএনএস সেন্টারের দিকে রওনা হন। এই মিছিলে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা যোগ দেন, যারা গত জুলাই মাসের গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন।

এদিকে, গত শুক্রবার সন্ধ্যায় কাকরাইলে জাপা এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। ঘটনাটি ঘটে যখন গণ অধিকার পরিষদের একটি মিছিল জাপার কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল।

সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিপেটা করে, যার ফলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত নুরুল হকসহ ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *