ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলী খেলার ১১৬তম আসরে চ্যাম্পিয়ন হলেন বাঘা শরীফ (শরীফ বলী)। নিজ জেলার আরেক বলী রাশেদকে হটিয়ে শিরোপা বাগিয়ে নিয়েছেন তিনি। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে ছিল এই কুস্তি প্রতিযোগিতা।
এবারের আসরে দেশের বিভিন্ন জেলা থেকে অংশ নেন ১৪৭ জন বলী। নিয়ম অনুযায়ী, প্রতিযোগীরা একে অপরের সঙ্গে সংক্ষিপ্ত সময়ের শক্তিমত্তা ও কৌশলের লড়াইয়ে অংশ নেন। কয়েক ধাপের খেলার পর ছিল মূল পর্ব।
ফাইনালে শরীফ বলীর কাছে হেরে রানার-আপ হয়েছেন রাশেদ বলী। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বলী খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম মোট্রোপলিটনপুলিশ কমিশনার হাসিব আজিজ। অনুষ্ঠানে ছিলেন বলীখেলা আয়োজক কমিটি ২০২৫-এর সদস্য সচিব ও আবদুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল, গ্রামীণফোনের চট্টগ্রাম বিজনেস সার্কেলের সার্কেল বিজনেস হেড সামরিন বোখারী, চট্টগ্রাম সেন্ট্রালের রিজিয়নাল হেড মোরশেদ আহমেদ, চট্টগ্রাম বিজনেস সার্কেলের মার্কেট কমিউনিকেশন হেড মো. আব্দুল্লাহ আল নূর। বলী খেলা আয়োজনে পৃষ্ঠপোষকতা দিয়েছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।
এদিকে বলী খেলাকে ঘিরে লালদীঘি ময়দানের আশেপাশের এলাকায় চলছে তিন দিনব্যাপী বৈশাখী মেলা। বিভিন্ন স্টলে রয়েছে হস্তশিল্প, ঐতিহ্যবাহী খাবার, খেলনা ও বিভিন্ন পণ্যের সমারোহ। শনিবার মেলার শেষ দিন।