সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসা থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় এবার গ্রেপ্তার হলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু, ওরফে কাজী গৌরব অপু।
বৃহস্পতিবার রাতে রাজধানীর ওয়ারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) মুখপাত্র উপ-কমিশনার তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গুলশানে শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদা দাবির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে প্রাপ্তবয়স্ক চারজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সংগঠনের ঢাকা মহানগর আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাবকে বহিষ্কার করা হয় এবং সারাদেশের স্থগিত করা হয় কমিটি।
রিমান্ডে পাওয়া তথ্য অনুযায়ী অপুর সহযোগী রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চারটি চেক উদ্ধার করে পুলিশ। চেকগুলো ‘ট্রেড জোন’ নামে একটি কোম্পানির দেওয়া হলেও প্রাপক ও তারিখ ছিল না।
এছাড়া বাড্ডায় রিয়াদের আরেক বাসা থেকে উদ্ধার হয় আরও প্রায় তিন লাখ টাকা, যা সাবেক এমপির বাসা থেকে নেওয়া ১০ লাখ টাকার অংশ বলে জানায় পুলিশ।
রিয়াদ ও অপু আওয়ামী লীগ সরকার পতনের পর একটি ‘গ্রুপ’ গঠন করে বিভিন্নজনের কাছ থেকে চাঁদাবাজি ও জমি দখলের মতো কর্মকাণ্ড চালাত বলেও জানিয়েছে পুলিশ।