রাজধানীর গুলশান ও আশপাশের এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিরুদ্ধে মোটরবাইক ও প্যাডেলচালিত রিকশা চালকদের ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে। এতে গুলশান-বনানী এলাকায় বেশ কিছুক্ষণ ধরে যান চলাচলে বিঘ্ন ঘটে।
গুলশান এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞার তৃতীয়দিন সোমবার (২১ এপ্রিল) ক্ষুব্ধ চালকরা এমন হামলা করেন বলে ভুক্তভোগীদের অভিযোগ। এরই মধ্যে ফেসবুকে এসব ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয় জনতা ও ব্যবসায়ীদের মাঝেও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নিষেধাজ্ঞার প্রতিবাদে এ দিন সকাল থেকেই বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার উপস্থিতি বেড়ে যায়, কোথাও কোথাও সৃষ্টি হয় উত্তেজনাকর পরিস্থিতি।
চালকরা ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে গুলশান-বনানীর বিভিন্ন সড়কে অবস্থান নেন এবং চলাচলে বিঘ্ন ঘটানোর চেষ্টা করেন। একাধিক স্থানে প্যাডেলচালিত রিকশা ও মোটরবাইক চালকদের সঙ্গে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। বনানীর ২১ নম্বর রোডে দুই প্যাডেল রিকশাচালককে খালের পাশে ফেলে দেওয়ার অভিযোগও উঠেছে।
বিক্ষুব্ধ চালকরা বলছেন, রাজধানীর অন্যান্য এলাকার মতো গুলশান-বনানীতেও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের সুযোগ থাকা উচিত। তারা চান, নিয়মের মধ্যেই যেন তাদের চলাচলের অনুমতি দেওয়া হয়। কোনোভাবেই তাদের কর্মসংস্থান হুমকির মুখে ফেলা যাবে না।
গত ১৯ এপ্রিল থেকে গুলশানে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), গুলশান সোসাইটি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
স্থানীয়রা বলছেন, সম্প্রতি রেজিস্ট্রেশনবিহীন ব্যাটারিচালিত রিকশার সংখ্যা বাড়তে থাকায় বেশকিছু এলাকায় সৃষ্টি হয়েছে যানজট ও বিশৃঙ্খলা। এরই পরিপ্রেক্ষিতে ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়।