গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলী ও বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সাত দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মহাসড়ক ব্লকেড কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার সন্ধ্যায় মহানগরীর চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। আন্দোলনকারীরা ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করেন।
এ সময় বক্তারা বলেন, সোমবার বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নেসকো অফিসে সহকারী প্রকৌশলী রোকনুজ্জামানের নেতৃত্বে একটি মব সৃষ্টি করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হেনস্তা করা হয়। তারা দাবি করেন, স্পর্শকাতর সরকারি প্রতিষ্ঠানে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।
বক্তারা আরও বলেন, কারিগরি শিক্ষা এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র ও অযৌক্তিক দাবির প্রতিবাদে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।
এর আগে বিকালে গাজীপুরের শিমুলতলী রোডের সিটিটি মোড় থেকে মিছিল শুরু হয়ে জয়দেবপুরের শিববাড়ি মোড় হয়ে চান্দনা চৌরাস্তা মোড়ে গিয়ে ঢাকা-ময়মনসিংহ ও গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা-গাজীপুর সড়কে অবস্থান নেন।
সন্ধ্যা সোয়া ৬টার দিকে তারা সড়কগুলো অবরোধ করে ব্লকেড কর্মসূচি শুরু করেন। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচি রাত পৌনে ৮টায় শেষ হয়, তবে এর ফলে চৌরাস্তা থেকে সকল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের বিভিন্ন নেতৃবৃন্দ এ সময় বক্তব্য দেন।