গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় অন্তত ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবারের এ হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন দক্ষিণ রাফাহতে যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশেনের সহায়তা কেন্দ্রের কাছে।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, অন্যদিকে, গাজাগামী সহায়তাবাহী জাহাজ ‘ম্যাডলিন’ আটকের পর ইসরায়েলি নৌবাহিনী একে আশদোদ বন্দরে টেনে নিয়ে গেছে।
জাহাজটির ১২ জন ক্রুকে আটক করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ ও আল জাজিরার সাংবাদিক ওমর ফাইয়াদ রয়েছেন। তাদের আইনজীবী বিষয়টি আল জাজিরাকে নিশ্চিত করেছেন।
এই ত্রাণবাহী জাহাজটি অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা করেছিল এবং ইসরায়েলের ‘অবৈধ অবরোধ’ ভাঙার প্রয়াস চালাচ্ছিল বলে জানিয়েছে আয়োজকরা।
জাহাজটি গাজা উপকূল থেকে প্রায় ১০০ নটিক্যাল মাইল (১৮৫ কিলোমিটার) দূরে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি কমান্ডোদের দ্বারা আটক হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৫৪ হাজার ৯২৭ জন ফিলিস্তিনি নিহত হন। আহত হন এক লাখ ২৬ হাজার ৬১৫ জন।
অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে প্রায় এক হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০-র বেশি মানুষ বন্দি হন।