গাইবান্ধায় শ্যালকের লাঠির আঘাতে দুলাভাই নিহত

টাইমস ন্যাশনাল
1 Min Read
গাইবান্ধা জেলা হাসপাতাল। ছবি: টাইমস

গাইবান্ধা সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে শ্যালকের লাঠির আঘাতে মোজাহার আলী বেপারী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় সদর উপজেলার প্রধান বাজারের ব্যাপারী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোজাহার আলী ওই গ্রামের মৃত এসহাক আলীর ছেলে।

স্থানীয় ও নিহতের স্বজনদের বরাতে জানা গেছে, প্রায় ২৫ বছর আগে শ্বশুরের কাছ থেকে ২৪ শতক জমি কিনেছিলেন মোজাহার আলী। কিন্তু দলিল সম্পন্ন হওয়ার আগেই শ্বশুর মারা যান। এরপর থেকে জমিটি দুই শ্যালক লুৎফর রহমান ও নবীর হোসেনের কাছ থেকে দলিল করে নিতে চাইলেও তারা নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান।

সম্প্রতি ঢাকায় কর্মস্থল থেকে বাড়ি ফেরেন লুৎফর ও নবীর। বুধবার মোজাহার আলী আবারও জমি দলিলের দাবি করলে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে লুৎফর ও নবীর লাঠি দিয়ে মোজাহার আলীকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল আলীম বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনার পর থেকে অভিযুক্ত লুৎফর রহমান ও নবীর হোসেন পলাতক রয়েছেন বলেও জানান তিনি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *