একদিকে কনা বিচ্ছেদের খবর জানাচ্ছেন, অন্যদিকে এ খবর নিয়ে মজা নিচ্ছেন ন্যান্সি। কনাকে ইঙ্গিত করে নিজের ফেসবুকে একের পর এক পোস্ট দিচ্ছেন তিনি। যেখানে রয়েছে নানারকম খোঁচা।
গহীনের সঙ্গে সংসার জীবনের ইতি টানার খবর কনা জানান বুধবার রাত ১১টার একটু আগে। আর তার ঘণ্টাখানেক পরে ন্যান্সি তার স্ট্যাটাসে লেখেন, ‘জন্ম, মৃত্যু, বিচ্ছেদ—এর সবই আল্লাহ্র ইচ্ছায় হয়।’
স্ট্যাটাসটি দেওয়ার আরও এক ঘণ্টা পরে ন্যান্সি একটি গানের ভিডিও আপলোড করেন। কোনালের গাওয়া ‘প্রিয়তমা’ সিনেমার ‘ও প্রিয়তমা’-র কয়েকটি কলি গান তিনি।
এসব পোস্টে সরাসরি কনার নাম উল্লেখ না থাকলেও নেটিজনরা স্পষ্টতই বুঝছেন, কাকে উদ্দেশ্য করে এগুলো দেওয়া। গুঞ্জন রয়েছে ন্যান্সির বিয়ে, বিচ্ছেদ নিয়ে কনা বিভিন্ন সময়ে বন্ধুমহলে নানা মন্তব্য করেছেন। ন্যান্সি নাকি বিভিন্নজনের কাছে অভিযোগ করেছেন, কনা তার প্লেব্যাক ক্যারিয়ার ধ্বংসের পেছনে দায়ী।
অন্যদিকে কোনালের গান গেয়ে ভিডিও আপলোডের কারণও ধরা হচ্ছে ‘কনা’। ন্যান্সির মত কোনালের সঙ্গেও কোনালের দ্বন্দ্ব ‘প্লেব্যাক’। সংগীতশিল্পী ইমরানের সঙ্গে কনার জুটি ভাঙার পেছনে নাকি কোনালের হাত রয়েছে। কনার অভিযোগ, কোনালের কারণেই নাকি এক সময়ের ব্যস্ত প্লেব্যাক শিল্পী থেকে অনেকটাই কর্মহীন তিনি।
ন্যান্সি-কনা-কোনাল দ্বন্দ্ব সাধারণের কাছে দৃশ্যমান হয় ‘তুফান’-এ কনা ‘দুষ্ট কোকিল’ গাওয়ার পর। ন্যান্সি ও কোনাল অনেকটাই প্রকাশ্যেই কনার নাম উল্লেখ না করে গানটির সমালোচনা করেন বিভিন্ন গণমাধ্যমে।
এ নিয়ে সরাসরি তিন শিল্পীর কেউই কথা না বললেও সাধারণ দর্শক-শ্রোতা বিষয়টিকে ভালো দৃষ্টিতে দেখছেন না। তাদের মন্তব্য, শিল্পীদের কাছ থেকে তারা এমন আচরণ প্রত্যাশা করেন না।
সিদ্ধান্ত ‘কঠিন’
সাত বছরের প্রেম ও ছয় বছরের সংসার দিলশাদ নাহার কনার। জনপ্রিয় এ সংগীতশিল্পী বুধবার রাতে স্বামী গহীনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করাার ঘোষণা দিয়েছেন। তবে বিচ্ছেদের সিদ্ধান্ত তাদের দুজনের জন্য বেশ কঠিন ছিল, এমনটাই জানিয়েছেন এক ফেসবুক স্ট্যাটাসে।
বিয়ে বিচ্ছেদ নিয়ে দেওয়া ফেসবুক স্ট্যাটাসে কনা লেখেন, ‘ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং মো. গোলাম মোহাম্মাদ ইফতেখার গহীন ১৬ জুন আমাদের বিয়ে বিচ্ছেদ সম্পন্ন করেছি। এটি আমাদের দুজনের জন্যই একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল, এবং আমরা উভয়ই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এই পথে হেঁটেছি।’
তিনি আরও লেখেন: ‘আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকব। জীবনের এই নতুন অধ্যায়ে আমরা দুজনেই যেন শান্তিতে ও সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।’
কাজে মন দিতে চান জানিয়ে কনা আরও লিখেছেন, ‘এই মুহূর্তে আমি আমার গানের কাজে মনোনিবেশ করতে চাই, যে কাজের মাধ্যমে আমি এতদূর আসতে পেরেছি। তাই আশা করি, আপনারা আমার এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং সবসময় আমাকে যেভাবে শ্রদ্ধা ও ভালোবাসায় আগলে রেখেছেন, ভবিষ্যতেও সেভাবেই রাখবেন। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।’
কনা-গহীনের সম্পর্কের ইতি
সাত বছর চুটিয়ে প্রেম করেছিলেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। ২০১৯ এর ২১ এপ্রিল ভালোবাসার মানুষ মো. ইফতেখার গহীনকে বিয়ে করেছিলেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এ শিল্পী বিয়ের ঘোষণা যেমন হুট করে দিয়েছিলেন তেমনি বিচ্ছেদের খবর জানালেন হঠাৎ। বুধবার রাতে ফেসবুকে এক স্ট্যাটাসের মধ্য দিয়ে এ খবরটি সবাইকে জানান তিনি। জানিয়েছেন, ১৬ জুন পারস্পরিক সমঝোতার মধ্য দিয়ে তারা বিচ্ছেদের পথে হাঁটেন।
এক যুগেরও বেশি সময়ের সম্পর্ক কনা-গহীনের। ব্যবসায়ী স্বামীর সঙ্গে সম্পর্ক দারুণ ছিল কনা। কিন্তু সমস্যার শুরু গেল ২ বছর আগে। জানা গেছে, নানা বিষয়ে তাদের মধ্যে মতে অমিল হচ্ছিল। প্রায় ঝগড়া হতো তাদের।
মনমালিন্য চরমে পৌঁছালে তারা একপর্যায়ে আলাদা থাকার সিদ্ধান্ত নেন। দেড় বছর ধরে আলাদাই থাকছিলেন তারা। তাদের মধ্যকার সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছেন গহীন। কিন্তু কনা আর সম্পর্ক আগের জায়গায় নিয়ে যেতে চাননি বলে গুঞ্জন রয়েছে।
তাদের এ বিচ্ছেদের পেছনে মো. শাহরিয়ার সাঈদ (শুভ্র) নামের এক গিটারিস্টের নাম শোনা যাচ্ছে। গুঞ্জন রয়েছে ছয় মাস ধরে তারা দুজন প্রেম করছেন। এও শোনা যাচ্ছে শুভ্র ও কনা বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। খুব শিগগিরই তারা আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। উল্লেখ শুভ্র কনার সঙ্গে নিয়মিত বিভিন্ন স্টেজ শোতে গিটার বাজান।