এই সরকারের আমলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার: আইন উপদেষ্টা

টাইমস রিপোর্ট
3 Min Read
নারায়ণগঞ্জের অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

জুলাই হত্যাকাণ্ডের বিচার এই সরকারের আমলেই হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার বিকালে নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আইন উপদেষ্টা আসিফ নজরুল ‘জুলাই আন্দোলনে গণহত্যা’র বিচারে কোনো ঘাটতি থাকবে না জানিয়ে বলেন, ‘দৃঢ় কণ্ঠে জানাতে চাই, বিচার পূর্ণগতিতে এগিয়ে চলছে। সেখানে কোনও রকম গাফিলতি থাকবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে গতিতে বিচার এগিয়ে চলেছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের সরকারের শাসনামলেই এই হত্যাকাণ্ডের বিচার হবে।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরে জুলাই-আন্দোলন সংশ্লিষ্ট অন্যান্য মামলাগুলোর তদন্তও দ্রুত শেষ করে ৫ আগস্টের আগে অভিযোগপত্র দাখিল করার জন্য পুলিশকে ‘অনুরোধ’ করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘নারায়ণগঞ্জের এসপির সঙ্গেও কথা হয়েছে। তারা অনেকগুলো মামলার অগ্রগতির কথা জানিয়েছেন। তাদের অনুরোধ করেছি, ৫ আগস্টের আগে মামলাগুলোর চার্জশিট দেওয়ার জন্য। এসপি বলেছেন, অনেকগুলো মামলার চার্জশিট দিতে পারবেন।’

‘চার্জশিট দেওয়া মাত্র আমরা বিবেচনা করে দেখব। বিচারকে ত্বরান্বিত করার জন্য প্রয়োজন হলে দ্রুত বিচার আইনে সমস্ত অপরাধের বিচার করব।’

জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট মামলার বাদীদের ‘নিরাপত্তা নিশ্চিত’ করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন তিনি।

আসিফ নজরুল বলেন, ‘আমরা বৈষম্যহীন, শোষণহীন নতুন একটা বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র থাকবে, শাসক এসে অপশাসকে পরিণত হবে না। আমাদের ঐক্য ধরে রাখতে পারলে অবশ্যই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব।’

‘স্থানীয়ভাবে নানা ধরনের আইনশৃঙ্খলা লঙ্ঘনকারী, বিশৃঙ্খলা, ভয়াবহ হত্যাকাণ্ড, চাঁদাবাজির ঘটনা ঘটছে। জুলাইয়ের সময় আপনারা ঐক্যবদ্ধ থেকে মহাপরাক্রমশালী ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছিলেন। অবশ্যই আপনার ঐক্যবদ্ধ থাকলে চাঁদাবাজদের প্রতিরোধ করতে পারবেন। আমাদের সরকারের দায়িত্ব থাকবে, পাশাপাশি আপনারা স্থানীয় চাঁদাবাজ, লুটেরাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। প্রশাসন আপনাদের সহযোগিতা করবে।’

অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘নারায়ণগঞ্জ জেলায় ৫৬ জন শহীদ হয়েছেন। উদ্দেশ্যবিহীনভাবে লড়াই করে তারা প্রাণ দেননি। একটি সুনির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে এই ৫৬ জন মানুষ শহীদ হয়েছেন। আমরা, আপনারা একসঙ্গে মিলে এই আত্মত্যাগের বিনিময়ে একটা সুন্দর, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ব।’

গণভবনকে ‘ফ্যাসিবাদবিরোধী জাদুঘরে’ রূপান্তরের কথা জানিয়ে উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘গণভবনকে ফ্যাসিবাদবিরোধী জাদুঘর হিসেবে গড়ে তোলার কাজ চলছে। আমরা আশা করব ৫ আগস্টে উদ্বোধন করার। ওইটা হচ্ছে স্বৈরাচারের ঠিকানা। আমরা ওই ঠিকানাকে সংরক্ষণ করে দেখাতে চাই, এখানে ফ্যাসিবাদ কীভাবে মানুষকে অত্যাচার করত, কীভাবে তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশের মানুষ দেখবে।’

এ অনুষ্ঠানের মাধ্যমেই বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে নারায়ণগঞ্জে শহীদ ২১ জনের নামে নির্মিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন হয়। অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা তা উদ্বোধন করেন। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ ও হতাহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *