যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি ইরানকে এমন কোনো পদক্ষেপ না নিতে আহ্বান জানিয়েছে, যা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।
রোববার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে তারা বলেন, সবসময়ই পরিষ্কারভাবে জানিয়ে এসেছে, ‘ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না’ এবং তারা ইসরায়েলের নিরাপত্তার প্রতি অঙ্গীকারবদ্ধ।
বিবৃতিতে যুক্তরাষ্ট্রের হামলার প্রসঙ্গ তুলে ধরে আরও বলা হয়, ‘আমাদের লক্ষ্য এখনো একই—ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।’
তিন দেশের নেতারা ইরানকে আহ্বান জানিয়েছেন, আলোচনায় অংশ নিতে, যাতে একটি চুক্তি অর্জন সম্ভব হয়, যা তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিদ্যমান সব উদ্বেগ নিরসনে সক্ষম।
তারা আরও বলেন, ‘আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে, সক্রিয়ভাবে ভূমিকা রাখতে প্রস্তুত।’