ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘর্ষ ষষ্ঠ দিনে গড়িয়েছে। মধ্যপ্রাচ্যের এমন অশান্ত পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একের পর এক পোস্টে ইরানকে কড়া বার্তা দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেমনই এক পোস্টে ইরানের প্রতি ‘নিঃশর্ত আত্মসমর্পণের’ আহ্বান জানিয়েছেন তিনি।
ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ‘আমরা এখন ইরানের আকাশসীমার সম্পূর্ণ ও সর্বাত্মক নিয়ন্ত্রণে রয়েছি। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান পাঠানো হয়েছে।’
একদিন আগে, ট্রাম্প ইরানি নাগরিকদের যত দ্রুত সম্ভব রাজধানী তেহরান ছেড়ে যাওয়ার আহ্বান জানান।
এর আগে ট্রাম্প এক পোস্টে বলেছিলেন, ‘ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে যুক্তরাষ্ট্র চাইলেই হত্যা করতে পারে। তবে আপাতত তারা তা করছে না, কেবলমাত্র মার্কিন সেনা ও নাগরিকদের ওপর পাল্টা হামলার ঝুঁকি এড়াতে।’
ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প লেখেছিলেন, ‘আমরা জানি, ইরানের সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন। তাকে (হত্যার) নিশানা করা খুব সহজ। কিন্তু তিনি সেখানে নিরাপদ। আমরা তাকে মারব না, অন্তত এখন নয়।’
যোগ করেন, ‘আমরা চাই না নাগরিকদের ওপর কিংবা আমেরিকার সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র ছোড়া হোক। কিন্তু আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে।’
এরপরই ট্রুথ সোশ্যালে দেওয়া অপর এক পোস্টে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পনের আহ্বান জানিয়ে ট্রাম্প লেখেন, ‘নিঃশর্ত আত্মসমর্পণ’।
সংঘর্ষে প্রাণহানিও বেড়েই চলেছে। ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত ২৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে ৭০ জন নারী ও শিশু। অন্যদিকে, ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে নিহত হয়েছে অন্তত ২৪ জন।
এ যুদ্ধ পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে, তবে এখনো যুদ্ধ থামানোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।