যুক্তরাজ্যভিত্তিক সংগঠন নলেজেস্ট উইথআউট বর্ডারস থেকে ‘ইয়াসমিন মেমোরিয়াল পদক ২০২৫’ পুরস্কৃত হয়েছে গণস্বাস্থ্যের ক্যানসার প্রতিরোধ বিভাগ।
শনিবার ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই পদক দেওয়া হয়। দেশের প্রথম ক্যানসার প্রতিরোধ বিভাগের উদ্যোগ ও প্রচেষ্টার জন্য এটি প্রদান করা হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা তাসলিম শাকুর তার স্ত্রীর নামে প্রবর্তিত ‘ইয়াসমিন শাকুর এমবিই স্মৃতি পদক’ চালু করেন। পদক ও এক লক্ষ টাকার চেক গণস্বাস্থ্য কেন্দ্রের জনহিতকর ট্রাস্টের চেয়ারপারসন শিরীন পারভিন হক ও গণস্বাস্থ্য কেন্দ্রের ক্যানসার হাসপাতাল প্রকল্পের সমন্বয়কারী হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের হাতে তুলে দেন তিনি।
ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন পূরণের জন্য গণস্বাস্থ্য কেন্দ্র সাশ্রয়ী মূল্যে ক্যানসার নির্ণয়, অপারেশন, কেমোথেরাপি এবং ব্র্যাকিথেরাপি সেবা চালু হয়েছে। এ ছাড়া, বিনামূল্যে স্তন, জরায়ুমুখ ও মুখগহ্বর ক্যানসার স্ক্রিনিং সেবা চলছে।
শিরীন পারভীন এবং ডা. রাসকিন মরহুমার পরিবারকে ধন্যবাদ জানান এবং হাসপাতাল স্থাপনে দেশবাসীর সাহায্য কামনা করেন।