সিঙ্গাপুরগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট শুক্রবার সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনে ত্রুটির কারণে জরুরি অবতরণে বাধ্য হয়।
সিভিল এভিয়েশন সূত্র জানায়, বিমানটি ছিল ফ্লাইট নম্বর বিজি-৫৮৪, যা বোয়িং ৭৩৭-৮০০ মডেলের একটি উড়োজাহাজ। এটি সকাল ৮টা ৩৮ মিনিটে ১৫৪ জন যাত্রী এবং ৭ জন ক্রু নিয়ে ঢাকা থেকে উড্ডয়ন করে।
জানা গেছে, উড্ডয়নের কিছুক্ষণ পর, যখন বিমানটি প্রায় আড়াইশ ফুট উচ্চতায় ওঠে, তখন পাইলট একটি ইঞ্জিনে ত্রুটির কথা জানান এবং জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।
বিমানটি সকাল ৮টা ৫৯ মিনিটে নিরাপদে অবতরণ করে এবং পরে বিমানবন্দরের ‘বে নম্বর ১৪’-তে সরিয়ে নেওয়া হয়।
বিমানবন্দর নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাহমুদুল হাসান জানিয়েছেন, ‘সব যাত্রী ও ক্রু নিরাপদ ও অক্ষত রয়েছেন।’
জরুরি অবতরণের পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ রানওয়ের অবস্থা পরিদর্শন করে। তারা ওই ফ্লাইটের ইঞ্জিনে সম্ভাব্য পাখির ধাক্কার কোনো আলামত অনুসন্ধা করেও পায়নি।
বিমানবন্দরে নিরাপত্তা ও কারিগরি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উড়োজাহাজটি সরিয়ে নেয় এবং পরিস্থিতি স্বাভাবিক করে।