কমেডি ও থ্রিলারের সংমিশ্রণে রাকেশ বসুর পরিচালনায় তৈরি হলো নতুন ওয়েব সিরিজ ‘ননসেন্স’। দুই জন মানুষকে কেন্দ্র করে এর গল্প, যাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। একে অপরের থেকে পুরোপুরি আলাদা এই দুই ব্যক্তির জীবন এক অদ্ভুত পরিস্থিতির কারণে এক সুতোয় গাঁথা হয়ে যায়।
ছয় পর্বের ওয়েব সিরিজ ‘ননসেন্স’-এর গল্প লিখেছেন টনি মাইকেল। পাশাপাশি তিনি অভিনয় করেছেন। সিরিজের অন্য অভিনয়শিল্পীরা হলেন ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, আইশা খান, শহিদুল আলম সাচ্চু, দীপক সুমন, নাজিফা বাশার, মিলি বাশার।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ‘ননসেন্স’ ওয়েব সিরিজের প্রেস শো অনুষ্ঠিত হয়। এর ট্রেলারে উল্লেখ রয়েছে– গল্পের পরতে পরতে রয়েছে রাজনীতি, প্রতিশোধ, অন্ধকার ও যৌনতা।
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ’তে শিগগিরই মুক্তি পাবে ‘ননসেন্স’।