ঢাকার মহানগর হাকিম আদালতে জামিন শুনানির সময় এক সাংবাদিককে মারধরের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী সাংবাদিকের নাম আসিফ মোহাম্মদ সিয়াম, তিনি বেসরকারি সময় টেলিভিশনের প্রতিবেদক ।
বৃহস্পতিবার মহানগর হাকিম হাসিব উল্ল্যাহ পিয়াসের আদালতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মঞ্চ ৭১-এর অনুষ্ঠান থেকে গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন শুনানির সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রচলিত নিয়মে বিচার কার্যক্রম শুরুর আগে বিচারক আদালতে আইনজীবী ও সাংবাদিক ছাড়া অন্যদের বেরিয়ে যেতে বলেন। এ সময় আইনজীবীরা সিয়ামের ওপর হামলা চালান।
আহত আসিফ মোহাম্মদ সিয়াম বলেন, ‘শুনানির সময় বিচারক বহিরাগতদের কোর্ট রুম থেকে বের হতে বলেন। তখন কয়েকজন আইনজীবী মোক্তাদির রশীদ নামে এক সাংবাদিককে বের করে দিতে চান। আমি তার পরিচয় দিয়ে বাধা দিলে আইনজীবী মহিউদ্দিন মাহি আমাকে নাক ও মুখে ঘুষি মারেন। পরে আরও কয়েকজন আইনজীবী চড়, থাপ্পড়, কিল, ঘুষি ও লাথি মারে।’
তিনি আরও বলেন, ‘কোনো কারণ ছাড়াই বিচারকের সামনে মব সৃষ্টি করে কয়েকজন আইনজীবী আমাকে মারধর করেছে। আমি এ ঘটনার বিচার চাই।’
ঘটনার সময় আদালত কক্ষে উত্তেজনা বাড়লে বিচারক এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান। পরে প্রসিকিউশনের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন ওই সাংবাদিককে উদ্ধার করে সাক্ষীর কাঠগড়ার পাশে নিয়ে যান।
বিকাল ৩টা ২৫ মিনিটে আদালতে ফিরে বিচারক জামিন শুনানি গ্রহণ করেন। এরপর লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন আবেদন নাকচ করেন।
এর আগে, গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) একটি অনুষ্ঠান থেকে লতিফ সিদ্দিকী, সাংবাদিক পান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কার্জনসহ ১৬ জনকে আটক করে পুলিশ। পরে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।