টানা আট দফায় বাড়ানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে মূল্যবান এই ধাতুর দাম কমানোর ঘোষণা দেয় সংস্থাটি।
নতুন ঘোষণা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট মানের স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ৪৭০ টাকা কমানো হয়েছে। সে হিসেবে এই মানের স্বর্ণ বৃহস্পতিবার থেকে দেশের বাজারে বিক্রি হবে এক লাখ ৮৮ হাজার ১৫২ টাকায়।
বাজুস বলছে, স্থানীয় বাজারে খাঁটি বা তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে।
এর আগে টানা আট বারে ১৮ হাজার টাকা বেড়েছে স্বর্ণের দাম। একদিন আগে অর্থাৎ মঙ্গলবারও ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৬৭৫ টাকা বাড়ানো হয়। পরদিনই আবার ১ হাজার ৪৭০ টাকা কমানোর ঘোষণা এল।
নতুন দর অনুযায়ী, এখন থেকে প্রতি ভরি ২১ ক্যারেট মানের স্বর্ণ বিক্রি হবে এক লাখ ৭৯ হাজার ৬০২ টাকায়, ১৮ ক্যারেট এক লাখ ৫৩ হাজার ৯৪১ টাকায় এবং সনাতন মানের স্বর্ণ বিক্রি হবে এক লাখ ২৭ হাজার ৬৭৪ টাকায়।
স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত সর্বনিম্ন ৬ শতাংশ মজুরি অন্তর্ভুক্ত থাকবে।
তবে, গহনার নকশা ও মানের ওপর নির্ভর করে এই মজুরি পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছে বাজুস।