ঢাকার একটি আদালত অভিনেত্রী, নির্মাতা ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। শাওনের সৎ মা নিশি ইসলামের করা মামলার ভিত্তিতে মঙ্গলবার (২৩ এপ্রিল) এই আদেশ দেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্লাহ।
একই মামলায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদ ও সিটিটিসির সাবেক এডিসি নাজমুলসহ আরও ৯ জনের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ২১ ফেব্রুয়ারি শরিয়া মোতাবেক ৫০ লাখ টাকা দেনমোহর ধার্য করে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী নিশি ইসলামকে বিয়ে করেন।

পরে বাদী জানতে পারেন, আলী আগেই বিবাহিত ছিলেন এবং প্রথম স্ত্রী ও সন্তানদের বিষয়টি গোপন রেখেছিলেন। এ নিয়ে পারিবারিক বিরোধ শুরু হলে গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে একাধিকবার বাদীকে ভয়ভীতি, শারীরিক নির্যাতন ও হুমকির মুখে পড়তে হয়।
অভিযোগে বলা হয়, শাওনের ভাই মাহিন আফরোজ শিঞ্জন, তার স্বামী সাব্বির, এবং পুলিশের কয়েকজন কর্মকর্তাসহ অভিযুক্তরা বাদীর বাড়িতে হামলা চালান এবং তাকে সাদা কাগজে সই করতে বাধ্য করার চেষ্টা করেন।
৫ মার্চ ও ২৪ মার্চ বাদীকে মারধরের অভিযোগও রয়েছে, এছাড়া ডিবি অফিসে নির্যাতনের ঘটনাও ঘটেছে। সে সময় বাদীর বিরুদ্ধে মাদক মামলাও দায়ের করা হয়।
মামলার ১২ আসামির মধ্যে দুই পুলিশ কর্মকর্তা আত্মসমর্পণ করে জামিন পেলেও অন্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল রয়েছে।