অন্যরূপে নুসরাত ফারিয়া

admin
By admin
1 Min Read
অভিনেত্রী নুসরাত ফারিয়া। ফাইল ছবি

এবারের ঈদে মুক্তি পাচ্ছে বেশকিছু হাই ভোল্টেজ সিনেমা। সিনেমাগুলোর মধ্যে রয়েছে- শাকিব খান-ইধিকার ‘বরবাদ’, আফরান নিশো-তমা মির্জার ‘দাগি’, সিয়াম আহমেদ-বুবলী-দীঘির ‘জংলি’, মোশাররফ করিমের ‘চক্কর’।

আর এ সময়েই মুক্তি পাচ্ছে তুলনামূলক কম বাজেটের ছবি ‘জিন ৩’। জাজ মাল্টিমিডিয়ার এ ছবিতে অভিনয় করেছেন সজল ও নুসরাত ফারিয়া।
‘জিন’ সিরিজে এবারই প্রথম অভিনয় করেছেন ফারিয়া। তারকাদের ভীড়ে তাই নিজের জায়গা করে নিতে হবে ‘জিন ৩’ ও নুসরাত ফারিয়াকে।
এখন পর্যন্ত চলচ্চিত্রের ক্যারিয়ারে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন ফারিয়া। তবে বড় সাফল্য ধরা দেয়নি। অন্যদিকে ‘জিন’ এর আগের দু’টি সিনেমার ফলাফলও গড়পড়তা। সেদিক থেকে ফারিয়া সজলকে নিয়ে ঈদে কতোটা উতরে যেতে পারেন সেটাই দেখার বিষয়।
নুসরাত ফারিয়া জানিয়েছেন, এ ছবিটি তার ক্যারিয়ারেরই সবচেয়ে ভিন্নধর্মী ছবি। ভৌতিক এ ছবিতে অন্যরূপে দেখা মিলবে তার। তিনি দর্শকদের বিপুল সাড়া পাওয়ারও আশাবাদ ব্যক্ত করেছেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *