‘আজকাল টিভি খুললেই চারদিকে শুধু চঞ্চল চৌধুরীকে দেখা যায়। সব জায়গায় এই লোকটা কমন’– চঞ্চল চৌধুরী নিজেই বলছিলেন কথাটা! ‘ওর কোনো গলা আছে? ও ডায়লগ ডেলিভারি দিতে পারে?’ জয়া আহসানের মুখ থেকে বেরিয়ে এলো এসব প্রশ্ন। এদিকে অপি করিম বিড়বিড় করে বললেন, ‘কয়েক বছর অভিনয় করে নাই দেখে মানুষ কি চেহারা ভুলে গেলো নাকি?’ ‘উৎসব’ চলচ্চিত্রের টিজারে রয়েছে এমন কিছু সংলাপ। শনিবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে এটি।
টিজারের শেষে চঞ্চল চৌধুরী যখন বলেন, ‘কী? ভয় পাইছো?’ জাহিদ হাসান তখন বিরক্ত হয়ে উত্তর দেন, ‘ধুর, পাইছে একই জিনিস! ধ্যাৎ।’ তার অভিব্যক্তিতে বিস্মিত চঞ্চলের কণ্ঠে শোনা যায়, ‘কী আশ্চর্য, লোকটা রেগে গেলো কেন?’ তার বলা এই সংলাপ হুমায়ূন আহমেদের ‘আজ রবিবার’ নাটকের কথা দর্শকদের মনে করিয়ে দেয়।
‘উৎসব’ পরিচালনা করেছেন তানিম নূর। তিনি জানান, ছবিটির কিছু সংলাপ দর্শকদের নিয়ে যেতে পারে ফেলে আসা সময়ে। তার কথায়, ‘ঈদে পরিবারের সবাই মিলে যেন আনন্দে মেতে উঠতে পারি সেজন্যই ছবিটি নির্মাণ করা। ঈদের আনন্দ তো শুধু নিজের জন্য নয়, এই আনন্দ ছড়িয়ে দেয়ার বিষয়। আমাদের এই ছবিতে তেমন বার্তাই আছে। এর ট্যাগলাইনে ব্যবহার করা হয়েছে “সংবিধিবদ্ধ সতর্কীকরণ– পরিবার ছাড়া দেখা নিষেধ”। এটি হাস্যরস, পরিবার ও সম্পর্ক নিয়ে সম্পূর্ণ পারিবারিক ও সামাজিক একটি চলচ্চিত্র।’

টিজারের বিভিন্ন দৃশ্যে আরও আছেন আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান। একই চলচ্চিত্রে এত তারকার উপস্থিতি দেশীয় চলচ্চিত্রে বিরল। তাদের বেশিরভাগই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনয়শিল্পী। একই ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এত অভিনয়শিল্পীর কাজ করার ঘটনাও বিরল।
টিজারের আবহ সংগীত হিসেবে ব্যবহার হয়েছে ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’ গানের সুর। ফলে এতে উৎসবের আমেজ রয়েছে বেশ ভালোই।

তানিম নূর জানান, টিজারে ছবিটির চরিত্রগুলোর লুক ও তাদের কিছু দৃশ্য দর্শকদের সামনে হাজির করা হলো। শিগগিরই গানসহ আরও কিছু কন্টেন্ট প্রকাশ্যে আসবে। এবারের ঈদুল আজহায় দেশের পাশাপাশি বিদেশেও মুক্তি পাবে ছবিটি। এর আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কোয়ারক্রো ও পথ প্রোডাকশন্স।
ছবিটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। চিত্রনাট্য ও সংলাপ রচনায় আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। চিত্রগ্রহণ করেছেন রাশেদ জামান।
‘উৎসব’ প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশন্স, সহ-প্রযোজনায় চরকি। ছবিটির সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আছে লাফিং এলিফ্যান্ট।