চলচ্চিত্র অভিনেতা সাংকো পাঞ্জা আর নেই। বৃহস্পতিবার বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ক্যান্সারে আক্রান্ত হয়ে তার মারা যাওয়ার খবর জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।
জানা গেছে, সাংকো পাঞ্জার মরদেহ ঢাকার শাহবাগে পিজি হাসপাতাল থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ মাসুমাবাদে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। শুক্রবার সকাল ১০টায় রূপগঞ্জে জানাজা শেষে তাকে দাফন করা হবে।
সাংকো পাঞ্জার মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমেছে। তিনি স্ত্রী, দুই মেয়ে ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
সাংকো পাঞ্জার গ্রামের বাড়ি ময়মনসিংহে। তার প্রকৃত নাম বাবু। ১৯৯০ সালে ‘মৃত্যুর সাথে পাঞ্জা’ ছবির মধ্য দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। চলচ্চিত্রের জন্য তাকে ‘সাংকো পাঞ্জা’ নামটি দিয়েছিলেন অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ। এরপর ক্যারিয়ারে অনেক ছবিতে কাজ করেছেন এই অভিনেতা।