
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে কর্মচারীদের বিক্ষোভের মুখে মঙ্গলবার সকাল থেকে সচিবালয়ে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সচিবালয়ের প্রধান ফটকে দেখা গেছে, সোয়াট সদস্যরা মোতায়েন রয়েছে।
এদিকে, কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যেই সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করছেন কর্মচারীরা।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, সকাল ১১টার পর তারা বিক্ষোভ শুরু করেন। এ নিয়ে টানা চতুর্থ দিনের মতো কর্মসূচি পালন করছেন তারা।
দুপুর পৌনে ১২টার দিকে সচিবালয়ের ফটক থেকে ভেতরে দেখা যায়, বিপুলসংখ্যক কর্মচারী মিছিল নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের সামনে যাচ্ছেন।

একইসঙ্গে দেশব্যাপী সরকারি দপ্তরের কর্মচারীদেরও আন্দোলনে অংশ নিতে আহ্বান জানিয়েছেন। ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’ নামে প্ল্যাটফর্মে চলছে এই আন্দোলন।
সচিবালয়ের আশপাশে বিজিবির অবস্থানও রয়েছে। কর্মকর্তাদের বাইরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি গণমাধ্যম কর্মীদেরও সকাল সাড়ে নয়টার মধ্যে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। পুলিশ জানিয়েছে, সাংবাদিকদের প্রবেশ নিয়ে সিদ্ধান্ত হবে বেলা ১২টার পর।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়েছিল, মঙ্গলবার সচিবালয়ে কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারবে না।
সচিবালয়ের ভেতরে ও বাইরে মোতায়েন রয়েছে বিপুলসংখ্যক পুলিশ সদস্য।
এদিকে, সচিবালয় ও যমুনা এলাকা ঘিরে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন রয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থানে।