শেষ ওভারে দরকার ১৩ রান, আর ব্যাট হাতে এক চোয়ালবদ্ধ যোদ্ধা—সিকান্দার রাজা। ম্যাচের আগের দিন ইংল্যান্ডে টেস্টে ৪০ ওভারের বেশি ব্যাট করে বিমানে উঠে সরাসরি হাজির হন গাদ্দাফি স্টেডিয়ামে। আর মাঠে নামেই যেন সময়কে হার মানালেন! মাত্র ৭ বল খেলে ২২ রান—দুটি ছক্কা, দুটি চার আর এক বল হাতে রেখেই কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৬ উইকেটে হারিয়ে লাহোর ক্বালান্দার্সের হাতে তুলে দিলেন তৃতীয় পিএসএল শিরোপা।
রাজার সঙ্গী ছিলেন শ্রীলঙ্কার কুশল পেরেরা, যিনি ৩১ বলে ঝকঝকে ৬২ রান করে অপরাজিত থাকেন। পাঁচ নম্বরে নেমে এ দুজন গড়েন ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটি, যা ২০২ রানের রেকর্ড টার্গেট তাড়ায় লাহোরকে এনে দেয় নাটকীয় জয়।
এর আগে কোয়েটার ইনিংসে ঝড় তুলেছিলেন হাসান নওয়াজ। ৪৭ বলে ৭৬ রান করে তিনি ইনিংসের ভিত গড়ে দেন। সঙ্গে ছোট ছোট অবদান ছিল অবিশ্কা ফার্নান্দো (২৯), দিনেশ চান্দিমাল (২২) ও ফাহিম আশরাফের (১১ বলে ২৮)।
বাংলাদেশের তরুণ লেগ-স্পিনার রিশাদ হোসেন পিএসএলে নিজের অভিষেক মৌসুমে লাহোরের হয়ে বল করলেও এ ম্যাচে ৪২ রান দিয়ে ১ উইকেট পান, ব্যাটিংয়ের সুযোগ হয়নি।
লাহোরের পক্ষে শাহীন শাহ আফ্রিদি ছিলেন বল হাতে সবচেয়ে কার্যকর (৩/২৪)। তবে সালমান মির্জার শেষ ওভারে ২৩ রান উঠে যাওয়ায় কোয়েটার স্কোর পৌঁছায় ২০১-৯ এ।
এক সপ্তাহের রাজনৈতিক অস্থিরতায় টুর্নামেন্ট বন্ধ থাকার পর ফের শুরু হওয়া ফাইনাল ঘিরে উত্তেজনার ঘাটতি ছিল না। আর সেই উত্তেজনার চূড়ান্ত নাট্য মঞ্চে সিকান্দার রাজার পারফরম্যান্স এবার পিএসএলের ইতিহাসেই থেকে যাবে।