বাংলাদেশ প্রিমিয়ার লিগের পেশাদার যুগে প্রথমবার, আর দীর্ঘ ২৩ বছর পর দেশের শীর্ষ লিগে শিরোপা জিতল ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার কমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ৩–৩ গোলের নাটকীয় ড্রয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ট্রফি হাতে পেল মোহামেডান।
পুরো স্টেডিয়াম যেন রূপ নিল সাদাকালো উৎসবে। সূর্য অস্ত যাচ্ছিল, গ্যালারিতে তখন ধোঁয়ার ফ্লেয়ার, গর্জন করছিল ‘মোহামেডান আলট্রাস’-রা। যদিও শিরোপা নিশ্চিত হয়েছিল আগেই, তবে এটি ছিল দলের ঘরের মাঠে মৌসুমের শেষ ম্যাচ এবং ট্রফি প্রদান উপলক্ষে ছিল বিশেষ আয়োজন।
৮৯ বছরের ক্লাব ইতিহাসে এই শিরোপা শুধু একটি অর্জন নয়, বরং মোহামেডানের হারানো গৌরব পুনরুদ্ধারের প্রতীক। সর্বশেষ লিগ জয় ২০০১ সালে, এরপর দুই দশকের অপেক্ষা—অবশেষে পেশাদার যুগে চ্যাম্পিয়নের খেতাব উঠল তাদের হাতে।
লিগ কমিটির চেয়ারম্যান এবং বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান বিজয়ীদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন। সেই মুহূর্তে বিদেশি খেলোয়াড়দের কাঁধে নিজ নিজ দেশের পতাকা—মালি, নাইজেরিয়া, উজবেকিস্তান, ভেনেজুয়েলা এবং বুরকিনা ফাসোর পতাকায় রঙিন হয়েছিল সাদাকালো এই সাফল্য।
একইসঙ্গে ম্যাচটি হয়ে উঠেছিল আরেকটি বিদায়ের উপলক্ষ। ভিন্ন এক আবেগে ম্যাচের শুরুতে মোহামেডান ও ব্রাদার্স খেলোয়াড়েরা গার্ড অব অনার দেন অভিজ্ঞ গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে, যিনি এই ম্যাচেই বিদায় নেন প্রিমিয়ার লিগ ফুটবল থেকে। ম্যাচের প্রথমার্ধ খেলেন, এরপর ফুল, ক্রেস্ট আর স্মৃতিচারণায় বিদায় জানান সেই ক্লাবের বিপক্ষে, যেখানে শুরু হয়েছিল তার পথচলা।
ম্যাচটিও কম নাটকীয় ছিল না। ১০ মিনিটেই ব্রাদার্স এগিয়ে যায় আবুবাকারের গোলে। ২৫ মিনিটে হেডে সমতায় ফেরান মোহামেডানের মেহেদী হাসান। এরপর দলের অধিনায়ক সোলেমান দিয়াবাতে একাই দুই গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন (৩৮ ও ৬৯ মিনিট)। কিন্তু ব্রাদার্স হাল ছাড়েনি—মফন উদোহ ও জুয়েল রানার গোল (৭১ ও ৮৮ মিনিটে) শেষ পর্যন্ত ৩-৩ ড্র নিশ্চিত করে।
পয়েন্ট হারানোয় আনন্দে ভাটা পড়েনি। ট্রফি হাতে খেলোয়াড়দের চোখে-মুখে শুধুই স্বস্তি আর তৃপ্তি। এতদিনের অপেক্ষা যেন এক নিমিষেই মিলিয়ে গেল উচ্ছ্বাসের স্রোতে।
অন্যদিকে দিনের আরেক ম্যাচে ইয়াং মেনস ফকিরেরপুল ২–১ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্সকে। ফলে ওয়ান্ডারার্স নেমে গেল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে, ফকিরেরপুল রয়ে গেল প্রিমিয়ার লিগে।
তবে শুক্রবারের মূল গল্প একটাই—মোহামেডান। দীর্ঘ প্রতীক্ষার পর সাদাকালোদের মুকুট ফিরে পাওয়া, আর কমিল্লার আকাশজুড়ে ছিল সেই ফিরে পাওয়ার উৎসব।