আন্দোলন স্থগিত করলেন ইশরাক

টাইমস রিপোর্ট
2 Min Read
বিএনপি নেতা ইশরাক হোসেন। ফাইল ছবি: বিএনপির মিডিয়া সেল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সংলগ্ন কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে কাকরাইল মোড়ে উপস্থিত হয়ে তিনি এ ঘোষণা দেন। তবে আদালতের রায় দ্রুত বাস্তবায়নের বিষয়ে সরকারকে ‘পর্যবেক্ষণে’ রাখা হবে বলে জানান তিনি।

ইশরাক হোসেন বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক দল; যারা আইনের শাসনে বিশ্বাস করে। হাইকোর্টের আদেশ শোনার পর দল সিদ্ধান্ত নিয়েছে, আপাতত আমরা অবস্থান কর্মসূচি স্থগিত রাখব। আগামী ২৪-৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে তারা কী করে, তাদের যে কর্মকাণ্ড সেটার উপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রমের নির্দেশনা আসবে। সরকার যদি আবারও তালবাহানা করে, তাহলে আমরা আবার এখানে এসে ঘেরাও দেব।’

‘আরও একটা জিনিস স্পষ্ট বলতে চাই, রায়ের বিষয়, শপথের বিষয় আলাদা। আর এটা হয়ে যাওয়া মানে প্রথম যে দাবি করেছিলাম, ছাত্র প্রতিনিধিসহ অন্যান্য প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে, সেটা কিন্তু পরিবর্তন হবে না। সেই দাবি থাকবেই। দুই উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।’

জনদুর্ভোগের জন্য ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘এই কর্মসূচির ফলে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়। রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা তারা ট্রাফিক জ্যামে আটকে থাকে। নাগরিক বিভিন্ন সভা থেকে তারা বঞ্চিত হয়। সেটার জন্য আমাদের নেতা এবং আমি সাধারণ জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করি। শুরুতে কিন্তু আমাদের আন্দোলনের পরিকল্পনা ছিল না। বর্তমান সরকার অধিকার বঞ্চিত করতে গিয়ে এমন পর্যায়ে নিয়ে যায়, তখন আমরা বাধ্য হয়ে এ ধরনের কর্মসূচিতে আসার জন্য সিদ্ধান্ত নেই।’

এর আগে ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে বুধবার সকাল থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছাকাছি কাকরাইলে অবস্থান নেন তার সমর্থকরা। তারা সারারাত সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। বৃহস্পতিবারও তাদের কর্মসূচি চলতে থাকে। দুপুরে নিজেদের পক্ষে রায় আসার পর তারা আনন্দ মিছিল করলেও কর্মসূচি চালিয়ে যান। বিকেলে ইশরাক উপস্থিত হয়ে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *