সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে খেলছেন না সৌম্য সরকার। দীর্ঘদিন ধরে পিঠের ব্যথায় ভুগছেন এই বাঁহাতি ব্যাটার, আর সেই চোট পুরোপুরি না সারায় তাকে আজকের শারজাহ ম্যাচের দল থেকে ছিটকে যেতে হয়েছে।
বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “গত সাত দিন ধরে সৌম্যর পিঠে ব্যথা রয়েছে, সাম্প্রতিক সময়ে তা ডান দিকে ছড়িয়ে পড়েছে। আমরা নিয়মিত রিহ্যাব এবং মেডিকেল ব্যবস্থাপনা চালিয়ে যাচ্ছি, তবে তার পুনরুদ্ধার প্রক্রিয়া ধীরগতিতে চলছে।”
ফিজিও আরও জানান, “গত এক সপ্তাহের মূল্যায়নের পর আমরা নিশ্চিত হয়েছি, সৌম্য তৃতীয় ম্যাচে খেলতে পারবে না। তাকে সম্পূর্ণ সুস্থ হতে আরও সময় দিতে হবে।”
সৌম্যের অনুপস্থিতি নিঃসন্দেহে একটি ধাক্কা, বিশেষ করে এমন সময়ে যখন বাংলাদেশ দল সিরিজ শেষ করতে চায় ইতিবাচক এক জয় দিয়ে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, তাই খেলোয়াড়দের ফিটনেস ও ওয়ার্কলোড নিয়ে এখনই বাড়তি সতর্কতা অবলম্বন করছে টিম ম্যানেজমেন্ট।
আজকের ম্যাচের জন্য কোনো বিকল্প খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়নি। বাকি স্কোয়াড নিয়েই মাঠে নামবে টাইগাররা।