ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে করা মামলার ঘটনার দিন তিনি দেশে ছিলেন না বলে দাবি করেছেন তার আইনজীবী মোরশেদ হোসেন শাহিন। সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে শুনানিতে তিনি বলেন, ‘ঘটনার সময় নুসরাত কানাডায় অবস্থান করছিলেন।’
তিনি জানান, ওই তথ্য প্রমাণে তারা নুসরাতের পাসপোর্ট আদালতে দাখিল করেছেন। আইনজীবীর দাবি, ‘নুসরাতের বিরুদ্ধে মামলার অভিযোগ ভিত্তিহীন, তাই জামিন প্রার্থনা করছি।’
তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করে বলেন, ‘নুসরাত ফারিয়া একজন ফ্যাসিস্ট সরকারের সহযোগী। তাঁর জামিন মঞ্জুর করা উচিত নয়।’
শুনানি শেষে বিচারক নাজনীন আক্তার নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং তার জামিন আবেদনের শুনানির জন্য আগামী ২২ মে দিন ধার্য করেন।
রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাত ফারিয়াকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার অভিযোগে নুসরাতসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
বিমানবন্দর থেকে নুসরাতকে আটকের পর তাকে হস্তান্তর করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে।
শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন ফারিয়া। প্রখ্যাত ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছিল ছবিটি।
নুসরাত ফারিয়ার ক্যারিয়ার শুরু হয় রেডিও জকি ও উপস্থাপক হিসেবে। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘আশিকী’ চলচ্চিত্রের মধ্য দিয়ে নায়িকা হিসেবে আবির্ভূত হন তিনি।
এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘বস-টু’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন ফারিয়া।
চলচ্চিত্রের পাশাপাশি গানও করেন ফারিয়া। ২০১৮ সালে ‘পটাকা’ শিরোনামে একটি গানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ হয়েছিল তার।