বিশ্বের সবচেয়ে আলোচিত ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে এবার জায়গা করে নিলেন জিম্বাবুয়ের তারকা পেসার ব্লেসিং মুজারাবানি। দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডির জায়গায় তাকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতির জন্য আগামী ২৬ মে দেশে ফিরছেন এনগিডি, সেই সুযোগেই আইপিএলের মূল মঞ্চে অভিষেক হতে যাচ্ছে মুজারাবানির।
এই প্রথমবার সরাসরি কোনো ফ্র্যাঞ্চাইজি দলে জায়গা পেলেও আইপিএলের সঙ্গে তার সম্পর্ক একেবারে নতুন নয়। ২০২২ সালে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের নেট বোলার হিসেবে আইপিএলে ছিলেন মুজারাবানি। এছাড়া পিএসএল, সিপিএল, আইএলটি২০ এবং ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে খেলার অভিজ্ঞতা রয়েছে এই দীর্ঘদেহী গতির বোলারের। ছয় ফুট আট ইঞ্চি উচ্চতার এই পেসারকে ৭৫ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে বেঙ্গালুরু।
২৮ বছর বয়সী মুজারাবানিকে নিয়ে ইতোমধ্যেই আশাবাদী আরসিবি। এক বিবৃতিতে দলটি জানিয়েছে, “তাকে লুঙ্গি এনগিডির অস্থায়ী বদলি হিসেবে নেওয়া হয়েছে। এনগিডি ২৬ মে দলের সঙ্গে শেষ ম্যাচ খেলে দেশে ফিরে যাবেন।”
আন্তর্জাতিক অভিজ্ঞতার দিক থেকেও পিছিয়ে নেই মুজারাবানি। জিম্বাবুয়ের হয়ে ইতোমধ্যে খেলেছেন ১২টি টেস্ট, ৫৫টি ওয়ানডে এবং ৭০টি টি–টোয়েন্টি ম্যাচ। সম্প্রতি সিলেটে বাংলাদেশের বিপক্ষে টেস্টে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হন তিনি। সেই পারফরম্যান্সই হয়তো তাকে আরসিবির নজরে নিয়ে আসে।
প্লে-অফে ওঠার লড়াইয়ে রয়েছে বেঙ্গালুরু। ডেথ ওভারে গতি, বাউন্স ও উচ্চতার সুবিধা কাজে লাগিয়ে মুজারাবানি প্রতিপক্ষ ব্যাটারদের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন বলেই মনে করছে দলটি।
অন্যদিকে এনগিডি আইপিএলের ব্যস্ততা শেষ করেই লর্ডসের ঐতিহাসিক টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যোগ দেবেন। ২৬ মে’র আগে আরসিবির হয়ে শেষবার মাঠে নামবেন তিনি।
আইপিএলে প্রথমবারের মতো ডাক পেলেন মুজারাবানি

Leave a comment