নুসরাত ফারিয়াকে রিমান্ডে চায় পুলিশ

টাইমস রিপোর্ট
2 Min Read
অভিনেত্রী নুসরাত ফারিয়া। ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা এলাকায় এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় আসামি হিসেবে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার সকালে তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

তিনি বলেন, ‘নুসরাত ফারিয়ার নামে ভাটারা থানায় একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার সকালে আদালতে তোলা হবে।’

থানা সূত্রে জানা যায়, নুসরাত ফারিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করবেন মামলার তদন্তকারী কর্মকর্তা। সে বিষয়ে কাগজপত্র তৈরি করা হচ্ছে।

রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাত ফারিয়াকে আটক করা হয়।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটার এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার অভিযোগে তিনিসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে একটি মামলা রয়েছে। পরে ভাটারা থানা পুলিশ বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে সেখানে নিয়ে যায়। এরপর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে স্থানান্তর করা হয়।

ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া বলেন, ‘ভাটারা থানা থেকে নুসরাত ফারিয়াকে ডিবি কার্যালয়ে আনা হয় শুধুমাত্র হাজতখানায় রাখার জন্য। নিরাপত্তার কথা চিন্তা করে সিনিয়র স্যাররা এ সিদ্ধান্ত নেন। আমরা নুসরাত ফারিয়াকে কোনো জিজ্ঞাসাবাদ করিনি। তাকে গ্রেপ্তার দেখানো এবং পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে ভাটারা থানা পুলিশ জানাতে পারবে।’

প্রসঙ্গত শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন ফারিয়া। প্রয়াত ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় সিনেমাটি তৈরি হয়েছিল বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায়।

জানা গেছে, নুসরাত ফারিয়ার ক্যারিয়ার শুরু হয় রেডিও জকি ও উপস্থাপক হিসেবে। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘আশিকী’ চলচ্চিত্রের মধ্য দিয়ে নায়িকা হিসেবে আবির্ভূত হন তিনি। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘বস-টু’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন ফারিয়া। চলচ্চিত্রের পাশাপাশি গানও করেন ফারিয়া। ২০১৮ সালে ‘পটাকা’ শিরোনামে একটি গানের মধ্য দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ হয়েছিল তার।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *