বান্দরবানে সশস্ত্র গ্রুপ কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীদের গ্রেপ্তারের নামে পাহাড়ে বমজাতিগোষ্ঠীর শতাধিক নারী-পুরুষ-শিশু ‘গণগ্রেপ্তারের’ প্রতিবাদ জানিয়েছে সম্মিলিত আদিবাসী ছাত্র সমাজ।
রোববার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘রাজু ভাস্কর্যের’ পদদেশে আয়োজিত সমাবেশ থেকে পাহাড়ি নেতারা অভিযোগ করে বলেন, ‘এক বছর আগে রুমায় কেএনএফের ব্যাংক ডাকাতিকে কেন্দ্র করে যৌথ অভিযানে দুর্গম পাহাড়ে ব্যাপক ধরপাকড় চলছে।’
তারা বলেন, ‘পাহাড়ে সাধারণ বমজাতিগোষ্ঠীর নিরীহ গ্রামবাসীদের সন্ত্রাসী বানিয়ে গ্রেপ্তার ও হত্যা করা হচ্ছে, আর আমাদের ঢাকায় এসে বিচার চাইতে হচ্ছে। বৈষম্যহীন বাংলাদেশে এমন হওয়ার কথা ছিল না।’
সমাবেশ থেকে আটকৃতদের নিঃশর্ত মুক্তি ও কারাবন্দি অবস্থায় নিহত লাল পেলেং বম ‘হত্যার’ বিচার দাবি করা হয়।
মারমা স্টুডেন্টস কাউন্সিলের নুংমংপ্রু মারমার সভাপতিত্ব সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জনসংহতি সমিতির দীপায়ন খীসা, গবেষক পাভেল পার্থ, সাংবাদিক এহসান মাহমুদ।
এতে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদের জগদীশ চাকমা, আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের অনন্ত তঞ্চঙ্গ্যা, পাহাড়ি নেতা পাতলাই ম্রো, হিল উইমেন্স ফেডারেশনের রিয়া চাকমা, খিয়াং স্টুডেন্টস ইউনিয়নের জনি খিয়াং, বম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের রিচার্ড বম।