ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে আবারও শাহবাগ থানা ঘেরাও করেছেন সাধারণ শিক্ষার্থীরা। রোববার সকাল ১১টায় তারা ব্যানার-ফেস্টুন নিয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। পরে ক্যাম্পাসে মিছিল নিয়ে শাহবাগ থানা ঘেরাও করেন।
শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সাম্যের হত্যার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারে না। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে।’
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান সংহতি জানাতে উপস্থিত হন। তিনি জানান, শনিবার ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানানো হয়। রোবাবার বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ হবে বলেও জানান ভিসি।
উপাচার্য আরও জানান, ঘটনার পরপরই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং রোববার থেকে তাদের রিমান্ড শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি স্বাধীন তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে আশ্বস্ত করেন তিনি।
তিনি বলেন, ‘এ ঘটনায় রাজনৈতিক মতভেদ ভুলে আমাদের একসঙ্গে দাঁড়াতে হবে, যেন ন্যায়বিচার নিশ্চিত হয়।’
শিক্ষক এবং শিক্ষার্থীরা একসঙ্গে দাবি তোলেন, যেন ভবিষ্যতে এমন মর্মান্তিক হত্যাকাণ্ড আর না ঘটে।
শিক্ষার্থীরা প্রশ্ন তোলেন, তিনজন ধরা পড়লেও সিসিটিভি ফুটেজ দেখে বাকি আসামিদের ধরা হচ্ছে না কেন?