বাংলাদেশ জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমান চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এ অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে ছাড়পত্র (এনওসি) পেয়েছেন। তবে এই ছাড়পত্র সীমিত সময়ের জন্য—১৮ থেকে ২৪ মে পর্যন্ত।
বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় দলের বর্তমান সূচি, খেলোয়াড়দের ফিটনেস ও পরিকল্পনা বিবেচনায় নিয়ে এবং নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিসিবির ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএলের মতো বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণ খেলোয়াড়দের মানোন্নয়ন ও অভিজ্ঞতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে জাতীয় দলের অগ্রাধিকার যাতে কোনোভাবে ক্ষুণ্ন না হয়, সে বিষয়েও বোর্ড অত্যন্ত সচেতন।
বিশেষভাবে উল্লেখযোগ্য, মুস্তাফিজ ১৭ মে শারজাহতে অনুষ্ঠিতব্য সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের হয়ে খেলতে পারবেন। সিরিজের বাকি অংশে তিনি খেলবেন কি না, তা নির্ধারিত হবে দলের চাহিদা ও সামনের আন্তর্জাতিক সূচির কৌশলগত পরিকল্পনার ভিত্তিতে।
বিসিবি জানিয়েছে, খেলোয়াড়দের ফিটনেস, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ও আন্তর্জাতিক দায়িত্বের বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নেওয়ার সুযোগ থাকলেও জাতীয় দলের দায়িত্বই সবার আগে।
বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ও সফল পেসারদের একজন মুস্তাফিজুর রহমান এর আগেও আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ভারসাম্য বজায় রেখে খেলেছেন। এবারের সংক্ষিপ্ত আইপিএল যাত্রাও তাঁর জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতির অংশ হয়ে উঠবে বলে বিসিবি মনে করছে।
আইপিএলে খেলার ছাড়পত্র পেলেন মুস্তাফিজ

Leave a comment