ভারত-পকিস্তানের পাল্টাপাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ

টাইমস রিপোর্ট
2 Min Read
ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মুতে ক্ষতিগ্রস্ত যানবাহন ও বসতবাড়ি, ১০ মে ২০২৫। ছবি: এপি/ইউএনবি

যুদ্ধবিরতি ঘোষণা হতে না হতেই ভারত ও পাকিস্তান পরস্পরের বিরুদ্ধে শর্ত ভঙ্গের অভিযোগ করেছে।

টানা কয়েকদিন হামলা-প্রতিরোধ হামলার পর মার্কিন মধ্যস্থতায় শনিবার যুদ্ধবিরতি কার্যকর হয়।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ফাইল ফটো, এক্স

বিবিসি জানিয়েছে, তবে রোববার ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর ও জম্মুতে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির দাবি, ‘পাকিস্তান বারবার যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে। তারা হামলা চালিয়েছে, পরে ভারতীয় সেনারা তার জবাব দিয়েছে।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। গ্রাফিক্স: এবিপি

নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘চুক্তি লঙ্ঘনের এই কার্যকলাপগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও পরিস্থিতির মোকাবেলায় যথাযথ গুরুত্ব ও দায়িত্বশীলতা প্রদর্শন করার জন্য আমরা পাকিস্তানের প্রতি আহ্বান জানাই।’
অন্যদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতের বিরুদ্ধে একই অভিযোগ এনেছে। পাশাপাশি তারা নাকচ করেছে ভারতে হামলার অভিযোগ।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘ভারতের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে তারা পূর্ণ নিষ্ঠার সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ।‘

গত ২২ এপ্রিল ভারত অধিকৃত কাশ্মীরে বন্দুক হামলায় ২৬ জন নিহত হলে এ জন্য পাকিস্তানকে অভিযুক্ত করে ভারত।

এর জেরে তারা ৭ এপ্রিল পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ নামে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। দেশটির পক্ষ থেকে হামলায় বেশকিছু জঙ্গি আস্তানা ধ্বংসের কথা বলা হলেও পাকিস্তানের দাবি, অন্তত ৭০ জন বেসামরিক নাগরিক মারা গেছেন। পাশাপাশি তাদের পক্ষ থেকে ভারতীয় পাঁচটি জঙ্গি বিমান ও ৭৭টি ড্রোন ভূপতিত করার দাবি করা হয়।

তিনদিন পর শনিবার ভোরে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর প্রত্যাঘাতে ‘অপারেশন বুনিয়ান উন মারসুস (অভেদ্য দুর্গ)’ নামে পাল্টা হামলা চালানোর ঘোষণা দেয়।

পাকিস্তানের নিরাপত্তা সূত্রের দাবি, ওই অভিযানে ভারতের সাতটি কৌশলগত স্থাপনায় হামলা চালানো হয়েছে। এর মধ্যে রয়েছে—পাঠানকোট বিমানঘাঁটি, উদমপুর বিমানঘাঁটি, গুজরাট ও রাজস্থানের বিমানঘাঁটি এবং ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র সংরক্ষণস্থল।

এদিন বিকালে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *