বিএনপি আগামী ১৫ মে থেকে দু’মাসব্যাপী সদস্য সংগ্রহ অভিযান শুরু করতে যাচ্ছে। এ উপলক্ষে দলটি জানিয়েছে, যারা আওয়ামী লীগের সদস্য ছিলেন কিন্তু দলের অপকর্মের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন, কিংবা আওয়ামী লীগের দুঃশাসনে অংশগ্রহণ করেননি, তারা বিএনপিতে যোগ দিতে পারেন।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।
তবে তিনি সতর্ক করে বলেন, সন্ত্রাস, ভূমি দখল, অর্থপাচার ও লুটপাটে জড়িত আওয়ামী লীগের কেউ যাতে বিএনপিতে অনুপ্রবেশ করতে না পারে, সে বিষয়ে দলটি সতর্ক থাকবে।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, “যদি কেউ অনেক দিন ধরে রাজনীতি থেকে নিষ্ক্রিয় থাকেন, কিংবা এক সময় আওয়ামী লীগকে সমর্থন করলেও তাদের দুঃশাসন, নির্যাতন, লুটপাট এবং অর্থপাচারকে সমর্থন করেননি এবং ইতিমধ্যেই দল থেকে নিজেকে আলাদা করেছেন, তাহলে তারা বিএনপিতে যোগ দিতে পারবেন না কেন?”
তিনি আরও বলেন, বিএনপি মূলত স্বনামধন্য ও ভদ্র লোকদেরকেই সদস্য হিসেবে আহ্বান জানাবে, যেমন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষক, সরকারি কর্মচারী, ব্যাংকার, এনজিও কর্মী, কৃষক ও শ্রমিক।