পাকিস্তানে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের দুই তরুণ ক্রিকেটার—রিশাদ হোসেন ও নাহিদ রানা—পিএসএলে খেলতে সেখানে অবস্থান করছেন, আর তাদের নিয়েই বাড়তি সতর্ক বিসিবি।
লিগ স্পিনার রিশাদ ও গতিময় পেসার নাহিদ রানা বর্তমানে পাকিস্তান সুপার লিগে অংশ নিচ্ছেন। দেশটির সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পর বিসিবি দুই ক্রিকেটারের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে নেপথ্যে কাজ চালিয়ে যাচ্ছে।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ নিজেই বিষয়টি তদারকি করছেন। জানা গেছে, তিনি পিএসএলের সিইও সালমান নাসির এবং রিশাদ হোসেনের সঙ্গে সরাসরি কথা বলেছেন। বোর্ড বলছে, খেলোয়াড়দের নিরাপত্তাই তাদের প্রথম অগ্রাধিকার।
“আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি,” বিসিবির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়। “যেকোনো আপডেটেই আমরা প্রতিক্রিয়া জানাবো। খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে কোনো আপস নেই।”
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গেও বিসিবির নিয়মিত যোগাযোগ রয়েছে। উভয় পক্ষ বিসিবিকে আশ্বস্ত করেছে যে, খেলোয়াড়রা নিরাপদে আছেন এবং পরিস্থিতি বদলালে সঙ্গে সঙ্গেই জানানো হবে।
বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাওয়া বাংলাদেশের ক্রিকেটারদের সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু এমন টুর্নামেন্টগুলো যখন অস্থিতিশীল অঞ্চলে হয়, তখন বোর্ডকেও নিতে হয় দ্রুত এবং সংবেদনশীল সিদ্ধান্ত। রিশাদ ও নাহিদের প্রসঙ্গে বিসিবির দ্রুত পদক্ষেপ দেখাচ্ছে, তারা শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও খেলোয়াড়দের পাশে থাকতে প্রস্তুত।