চার মাস পর সোমবার লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকা ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
দলীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। সেখানে ঘণ্টাখানেক বিরতির পর একই ফ্লাইটে ফিরবেন ঢাকায়।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী সাংবাদিকদের জানান, বিএনপি নেত্রীকে স্বাগত জানাতে তারা সব প্রস্তুতি নিয়েছেন। সাধারণ মানুষের সঙ্গেও তারা সমন্বয় করেছেন।
খালেদা জিয়ার সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকবেন তার দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও শর্মিলা রহমান, ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা এনামুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান এবং দুই গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হক।
সিলেটে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি না থাকলেও বিমানবন্দরে থাকবেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। চেয়ারপারসনের উপদেষ্টা, কেন্দ্রীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদক, এবং সিলেট জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা সেখানে খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং তার বার্তা গণমাধ্যমের কাছে তুলে ধরবেন।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘দীর্ঘদিন পর নেত্রী সিলেটের মাটি ছুঁবেন—এই অনুভূতি নেতাকর্মীদের উদ্দীপিত করেছে। সকালের মধ্যেই সবাইকে বিমানবন্দরে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।’
সিলেট হয়ে ঢাকায় ফেরা হলেও এটিকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ একটি প্রতীকী মুহূর্ত হিসেবে দেখছে বিএনপি।
২০১৮ সালে খালেদা জিয়া একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। করোনা মহামারির সময় বিগত সরকার তাকে বিশেষ বিবেচনায় কারামুক্তি দেয়। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে দু’টি মামলায় তিনি কারাবন্দি ছিলেন, সেগুলোর রায় বাতিল করেন আদালত।
চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে গত ২৫ জানুয়ারি তাকে নেওয়া হয় তারেক রহমানের বাসায়। ছয় বছরেরও বেশি সময় পর সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদ্যাপন করেন খালেদা জিয়া।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর বন্দি অবস্থায় চারটি ঈদ কেটেছে কারাগার ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে।
বর্তমানে ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। সেখানে তার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন তিনি।