আগামী জাতীয় নির্বাচনের আগে ‘সময়টা অত্যন্ত কঠিন’ মন্তব্য করে পুলিশকে ‘সর্বোচ্চ সতর্ক’ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘সুষ্ঠু নির্বাচন আমাদের জন্য অত্যন্ত জরুরি। পরাজিত শক্তি যেন কোনওভাবেই দেশকে অস্থিতিশীল করতে না পারে, সে জন্য পুলিশকে সজাগ থাকতে হবে।’
‘চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে’ এ কথা আবারও জানিয়ে তিনি বলেন, ‘ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করা এবং সব প্রার্থীর প্রতি সমান আচরণ করা পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব।’
ড. ইউনূস বলেন, ‘বিগত ১৫ বছরে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। অবৈধ আদেশ পালনের কারণে পুলিশ বাহিনী জনরোষের শিকার হয়, যার মাশুল দিতে হয়েছে অনেক সৎ অফিসারকে। তবে এখন পরিস্থিতির উন্নতি হয়েছে এবং সরকার পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে।’
নারী ও শিশুর নিরাপত্তায় ‘সর্বোচ্চ সংবেদনশীল’ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পুলিশের মানবিক ভূমিকা প্রতিষ্ঠার মধ্য দিয়েই দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।’
তিনি আরও বলেন, ‘বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করেছে। এই অর্জনে পুলিশের ভূমিকা অপরিসীম। তবে স্বৈরাচার আমলে সৃষ্টি হওয়া জন-দূরত্ব কমিয়ে আস্থা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা বৈষম্যহীন দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। জুলাই গণঅভ্যুত্থান সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ করে দিয়েছে। এই সুযোগ কাজে না লাগাতে পারলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায়ী থাকব।’