অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) ও ব্যক্তিগত কর্মকর্তার (পিও) বিরুদ্ধে তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সংবাদ সংস্থা বাসস জানায়, রোববার দুর্নীতি দমন কমিশনের নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এ তথ্য জানান দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।
দুদক মহাপরিচালক বলেন, ‘আপনারা যে বিষয়টি উপস্থাপন করেছেন সেটি আমাদের নজরে এসেছে। আমরা এ বিষয়ে কাজ করছি এবং দুর্নীতি দমন কমিশন এ জাতীয় যে কোন অভিযোগের বিষয়ে অত্যন্ত সচেতন আছে। এবং আমরা এ নিয়ে কাজ করছি। আমাদের গোয়েন্দা ইউনিট এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছেন। এ বিষয়ে আমাদের অগ্রগতি শিগগিরই জানতে পারবেন।’
তিনি বলেন, ‘দুইজন উপদেষ্টার সাবেক এপিএস ও পিও-র কথা আপনারা উপস্থাপন করেছেন। সে বিষয়ে আমাদের দুর্নীতি দমন কমিশনের যে আইন-বিধিমালা অনুযায়ী যে প্রক্রিয়া অনুসরণ করে কার্যক্রম গ্রহণ করতে হয় সেটি আমরা করছি। আপনারা এ বিষয়ে আরও তথ্যাদি আমরা আপনাদের যথাসময়ে জানাবো।’
দুর্নীতির নানা অভিযোগ ও সমালোচনার মুখে সম্প্রতি অব্যাহতি দেওয়া হয় যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস মো. মোয়াজ্জেম হোসেনকে। একই সময়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবিকেও অব্যাহতি দেওয়া হয়।