দুই উপদেষ্টার সাবেক এপিএস ও পিও’র দুর্নীতির খোঁজে দুদক

টাইমস রিপোর্ট
1 Min Read
Highlights
  • দুর্নীতির নানা অভিযোগ ও সমালোচনার মুখে সম্প্রতি অব্যাহতি দেওয়া হয় যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস মো. মোয়াজ্জেম হোসেনকে। একই সময়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবিকেও অব্যাহতি দেওয়া হয়।

অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) ও ব্যক্তিগত কর্মকর্তার (পিও) বিরুদ্ধে তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সংবাদ সংস্থা বাসস জানায়, রোববার দুর্নীতি দমন কমিশনের নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এ তথ্য জানান দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদক মহাপরিচালক বলেন, ‘আপনারা যে বিষয়টি উপস্থাপন করেছেন সেটি আমাদের নজরে এসেছে। আমরা এ বিষয়ে কাজ করছি এবং দুর্নীতি দমন কমিশন এ জাতীয় যে কোন অভিযোগের বিষয়ে অত্যন্ত সচেতন আছে। এবং আমরা এ নিয়ে কাজ করছি। আমাদের গোয়েন্দা ইউনিট এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছেন। এ বিষয়ে আমাদের অগ্রগতি শিগগিরই জানতে পারবেন।’

তিনি বলেন, ‘দুইজন উপদেষ্টার সাবেক এপিএস ও পিও-র কথা আপনারা উপস্থাপন করেছেন। সে বিষয়ে আমাদের দুর্নীতি দমন কমিশনের যে আইন-বিধিমালা অনুযায়ী যে প্রক্রিয়া অনুসরণ করে কার্যক্রম গ্রহণ করতে হয় সেটি আমরা করছি। আপনারা এ বিষয়ে আরও তথ্যাদি আমরা আপনাদের যথাসময়ে জানাবো।’

দুর্নীতির নানা অভিযোগ ও সমালোচনার মুখে সম্প্রতি অব্যাহতি দেওয়া হয় যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস মো. মোয়াজ্জেম হোসেনকে। একই সময়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবিকেও অব্যাহতি দেওয়া হয়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *