কক্সবাজারের সাবেক এমপি ঢাকায় গ্রেপ্তার

টাইমস রিপোর্ট
1 Min Read
কক্সবাজার-১ আসনের সাবেক এমপি জাফর আলম। ফাইল ছবি: ফেসবুক

কক্সবাজার-১ আসনের সাবেক এমপি জাফর আলমকে ঢাকায় গ্রেপ্তার করেছে আইনশৃংখলা বাহিনী।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, রোববার (২৭ এপ্রিল) রাজধানীর ধানমণ্ডি থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগে উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টার সময় ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা রয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হবে, সে সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।’

২০১৮ সালে আওয়ামী লীগের টিকিটে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন জাফর আলম। বিভিন্ন অনিয়ম, অবৈধ সম্পদ অর্জন এবং স্থানীয়দের ওপর নির্যাতন-নিপীড়ন চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তাকে আওয়ামী লীগের প্রার্থী করা হয়নি। স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচিত করে পরাজিত হন জাফর আলম।

তার বিরুদ্ধে সন্ত্রাস, বনভূমি দখল, জমি দখল, চিংড়ি ঘের দখলের বিস্তর অভিযোগ রয়েছে।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *