চরকিতে অবমুক্ত ‘একটি সূতার জবানবন্দী’

টাইমস রিপোর্ট
4 Min Read
‘একটি সূতার জবানবন্দি’র পোস্টার, (ডানে) কামার আহমেদ সাইমন । ছবি: চরকি
Highlights
  • রানা প্লাজা ট্র্যাজেডির একযুগ পর ‘একটি সূতার জবানবন্দি’ দর্শকদের জন্য উন্মুক্ত হলো। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।  ‘একটি সূতার জবানবন্দী’ দেখা যাচ্ছে বিনা খরচে। এজন্য মোবাইল ফোন কিংবা কম্পিউটারে চরকি অ্যাপ ইনস্টল করে নিলেই হবে।

মানুষের গতিময় জীবন অনেক কষ্টকেই পত্রিকার পাতা ওল্টানোর মতো ভুলিয়ে দেয়। তারপরও কিছু ঘটনায় জিজ্ঞাসা থেকে যায়, যা বহুদিন তাড়া করে বেড়ায়। রানা প্লাজা ভবনের ধসে পড়া তেমনই একটি মর্মান্তিক ঘটনা। ঢাকার সাভারে ২০১৩ সালের ২৪ এপ্রিল সকাল ৮টা ৪৫ মিনিটে এই ট্র্যাজেডিতে গার্মেন্টসের ১ হাজার ১৭৫ জন শ্রমিক নিহত আর দুই হাজারের বেশি মানুষ আহত হন।

অন্য সবার মতো ঘটনাটি পীড়া দিয়েছে নির্মাতা কামার আহমাদ সাইমনকে। ২০১২ সালের ২৭ নভেম্বর তাজরীন ফ্যাশন অগ্নিকাণ্ড থেকেই এক ধরনের পীড়ায় ছিলেন তিনি। রানা প্লাজা ট্র্যাজেডির পর আর বসে থাকতে পারেননি। ২০১৫ সালে তিনি নির্মাণ করেন ‘একটি সূতার জবানবন্দী’ (টেস্টিমনি অব অ্যা থ্রেড)। তার ভাষ্যে, ‘একজন নাগরিকের দায় থেকেই ছবিটি বানিয়েছি।’

রানা প্লাজা ট্র্যাজেডির একযুগ পর ‘একটি সূতার জবানবন্দি’ দর্শকদের জন্য উন্মুক্ত হলো। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।  ‘একটি সূতার জবানবন্দী’ দেখা যাচ্ছে বিনা খরচে। এজন্য মোবাইল ফোন কিংবা কম্পিউটারে চরকি অ্যাপ ইনস্টল করে নিলেই হবে।

রানা প্লাজা নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র নির্মাণের ইচ্ছে ছিল কামার আহমাদ সাইমনের। তার সেই গবেষণা উপকরণ থেকেই তৈরি হয়েছে ‘একটি সূতার জবানবন্দী’। জাপানের প্রয়াত কিংবদন্তি পরিচালক আকিরা কুরোসাওয়ার ‘রাশোমন’ (১৯৫০) চলচ্চিত্রের অনুপ্রেরণায় নির্মিত ‘একটি সূতার জবানবন্দী’ ৫২ মিনিট দৈর্ঘ্যের একটি মনোলগ কোলাজ। এতে রানা প্লাজা ট্র্যাজেডিকে ইতিহাসের সবচেয়ে মারাত্মক কাঠামোগত ব্যর্থতা হিসেবে দেখানো হয়েছে।

কামার আহমেদ সাইমন । ছবি: চরকি

জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার জয়ী নির্মাতা কামার আহমাদ সাইমন ‘একটি সূতার জবানবন্দী’ স্ক্রিপ্টের জন্য ২০১৩ সালে ‘দ্য এশিয়ান পিচ’ পুরস্কার পান। এর প্রথম প্রদর্শনী হয় ২০১৬ সালে। ‘একটি সূতার জবানবন্দী’র মাধ্যমে রানা প্লাজা ট্র্যাজেডি ও সংশ্লিষ্ট বিষয়গুলোকে চারটি দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করা হয়েছে। যেখানে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করেছেন পোশাকশিল্প নেত্রী নাজমা আক্তার, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি রুবানা হক, চিত্রশিল্পী দিলারা বেগম জলি, অর্থনীতিবিদ ও অধ্যাপক এম এম আকাশ।

কামার আহমাদ সাইমনের প্রথম নির্মাণ ‘শুনতে কি পাও!’ দেশ-বিদেশে আলোচিত হয়েছে। কাকতালীয় হলো, সেই নন-ফিকশনও নির্মাণের প্রায় ১০ বছর পর চরকিতে এসেছে। এবার নির্মাণের ১০ বছর পর অবমুক্ত হলো ‘একটি সূতার জবানবন্দী’। এ প্রসঙ্গে কামার আহমাদ সাইমন বলেন, ‘আমাদের প্রচলিত চলচ্চিত্র চর্চার সঙ্গে এসব নির্মাণের কোনো দেনা-পাওনা নাই। তাছাড়া এতদিন সময়টা একেবারে অন্যরকম ছিল। দায় আর দরদ-এর কোনো জায়গা ছিল না দেশের সংস্কৃতি কারখানায়। এখন বরং একরকম উল্টো! অনেকদিন পর মানুষ একসঙ্গে পুরানা বন্দোবস্তগুলো বোঝার চেষ্টা করছে, নতুনভাবে রাস্তা খুঁজছে। তাই ‘একটি সূতার জবানবন্দী’র প্রশ্নগুলো এখন খুবই প্রাসঙ্গিক, তর্কগুলা জারি রাখাও জরুরি। এখনকার দর্শকও অনেক মুক্তমনা। তারা সারা দুনিয়ার ফিকশন, নন-ফিকশন, হাইব্রিডসহ অনেক ধরনের কন্টেন্ট দেখে অভ্যস্ত। তাই এখন জনপরিসরে মুক্তির চিন্তা করেছি।”

কামার আহমেদ সাইমন । ছবি: চরকি

চরকিতে এটি মুক্তি দেওয়া প্রসঙ্গে কামার আহমাদ সাইমন বলেন, “চরকি এখন বাংলা ভাষার অন্যতম প্রধান স্ট্রিমিং প্ল্যাটফর্ম। তাই দেশে-বিদেশে বাংলা ভাষাভাষী দর্শকের কাছে পৌঁছানোর এর চাইতে ভালো উপায় আর নাই। কিন্তু সেই সঙ্গে নির্মাতা হিসেবে একটা দাবিও আছে– এই মুহূর্তে চারপাশে যেরকম রগরগে ছবির জয়জয়কার চলছে, তাতে মনে হয় দর্শকদের প্রতি খুব একটা সুবিচার করা হচ্ছে না। আবার সামনেই যেহেতু আমার ‘অন্যদিন…’ ছবিটি আসছে, সেই বিচারে ‘একটি সূতার জবানবন্দী’র মতো একটি ডিমান্ডিং ছবি চরকিতে দর্শক কীভাবে নেয় সেটাও দেখার ইচ্ছে আমার।”

মনোলগ কোলাজ ‘একটি সূতার জবানবন্দী’ প্রযোজনা করেছেন সারা আফরীন। প্রযোজনা প্রতিষ্ঠান সূচনার ব্যানারে এটি যৌথভাবে প্রযোজনা করেছে এশিয়ার অন্যতম চারটি টেলিভিশন জাপানের এনএইচকে, কোরিয়ার কেবিএস, তাইওয়ানের পিটিএস ও সিঙ্গাপুরের মিডিয়াকর্প।

‘একটি সূতার জবানবন্দি’র পর কামার আহমাদ সাইমন বানিয়েছিলেন ডকু-ড্রামা ঘরানার ছবি ‘নীল মুকুট’। করোনাকালে এটি চরকিতে মুক্তি পেয়েছে। আর কয়েকদিন আগে পর্যন্ত সেন্সরে আটকে থাকা ‘অন্যদিন…’ একটি হাইব্রিড ছবি। এছাড়া গত বছর সাংহাইয়ে প্রিমিয়ার হয়েছে তার ফিকশন ‘শিকলবাহা’।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *