চানখারপুল গণহত্যা: ৮ পুলিশের বিরুদ্ধে প্রতিবেদন

টাইমস রিপোর্ট
2 Min Read
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের গ্রাফিতি। ছবি: উইকি
Highlights
  • এ মামলার অন্যতম আসামি হলেন- ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ও রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার একটি মামলার প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হয়েছে। সোমবার (২১ এপ্রিল) জমা দেওয়া এ তদন্ত প্রতিবেদনে পুরান ঢাকার চানখারপুলে গণহত্যার মামলায় ডিএমপির সাবেক কমিশনারসহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে  অভিযোগ আনা হয়।

বার্তা সংস্থা ইউএনবি জানায়,  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।  তিনি জানান, ১৯৫ দিনের মধ্যে এই তদন্ত কাজ সম্পন্ন হয়েছে। তদন্ত শেষে ৯০ পৃষ্ঠার একটি তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে।

এ মামলার অন্যতম আসামি হলেন- ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ও রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম।

তাজুল ইসলাম বলেন, ‘চানখারপুলে গত ৫ আগস্ট ৬ জন নিহত হন। সেই গণহত্যার তদন্ত কাজ শেষ হয়েছে। রোববার (২০ এপ্রিল) তদন্ত সংস্থা আমাদের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। এর মধ্য দিয়ে জুলাই আগস্টের গণহত্যার প্রথম কোনো ঘটনার তদন্তের কাজ শেষ হলো। এ ঘটনায় ডিএমপির সাবেক কমিশনারসহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যারা জেষ্ঠ্য কর্মকর্তা তাদের বিরুদ্ধে কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগে এবং যারা সরাসরি গুলি করেছেন বিভিন্ন ভিডিওর মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রমাণ মিলেছে। এ কারণে এই ৮জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট তৈরি করা হয়েছে। এই ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পুলিশের আইজিপির সংশ্লিষ্টতাও রয়েছে।’

এ মামলার চারজন আসামি পলাতক রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *