মেঘনা সেতুতে ট্রাক উল্টে যান চলাচল বিঘ্ন, আট কিলোমিটার যানজট

টাইমস রিপোর্ট
1 Min Read
মেঘনা সেতুর উপর একটি রডবোঝাই ট্রাক উল্টে যাওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বিঘ্ন ঘটে। ছবি: সংগৃহীত
Highlights
  • দুর্ঘটনার কারণে মহাসড়কের ঢাকামুখী লেনে আট কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজট তৈরি হয়। তবে কুমিল্লাগামী লেনে যান চলাচল স্বাভাবিক ছিল।

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা সেতুর উপর একটি রডবোঝাই ট্রাক উল্টে যাওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিন ঘণ্টার বেশি সময় ধরে যান চলাচল বন্ধ ছিল। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, ট্রাকটির সামনের চাকা খুলে গেলে সেটি সেতুর উপর উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা রডগুলো সড়কে ছড়িয়ে পড়ে, ফলে ঢাকামুখী লেনে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার কারণে মহাসড়কের ঢাকামুখী লেনে আট কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজট তৈরি হয়। তবে কুমিল্লাগামী লেনে যান চলাচল স্বাভাবিক ছিল।

ঢাকাগামী বাস চালক আমির আলী বলেন, ‘ভবেরচর বাসস্ট্যান্ড পার হওয়ার পর থেকেই গাড়ি আর চলছে না।’

পিকআপ চালক সিরাজুল ইসলাম জানান, ‘শুনেছি সেতুর উপর ট্রাক উল্টে গেছে, প্রায় দেড় ঘণ্টা এক জায়গায় বসে আছি।’

পুলিশ কর্মকর্তা শওকত হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাইওয়ে পুলিশ দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। সকাল ৯টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নেওয়া সম্ভব হয়। এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কয়েক ঘণ্টার দুর্ভোগে ভোগেন সাধারণ যাত্রী ও চালকরা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *