লাহোরে জয়ের উৎসব বাংলাদেশের

admin
By admin
1 Min Read
বিশ্বকাপ বাছাইপর্বে তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

আইসিসি উইমেন’স বিশ্বকাপ বাছাইপর্বে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ। সেই সুবাদে উজ্জ্বল হয়েছে বিশ্বকাপের মূল পর্বে খেলার সম্ভাবনা। বাকি দুই ম্যাচ থেকে ১ পয়েন্ট পেলেই নিশ্চিত হয়ে যাবে ভারত বিশ্বকাপের টিকেট।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মঙ্গলবার স্কটল্যান্ডকে ৩৪ রানে হারায় বাংলাদেশ।

বিশ্বকাপ বাছাইপর্বে থাইল‍্যান্ড ও আয়ারল‍্যান্ডের পর স্কটল‍্যান্ডকে হারিয়ে উৎসবে মাতে বাংলাদেশ। বাকি থাকা দুই ম্যাচে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কম ব্যবধানে ম্যাচ হারলেও বাংলাদেশ মূলপর্বে চলে যাবে বলে আশা করা হচ্ছে। টানা জয়ের পথে অন্তত আরেকটি ম্যাচ জেতাকে অসম্ভব মনে করছে না ক্রিকেটাররা।

মঙ্গলবারের ম্যাচে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক নিগার সুলতানার অনবদ্য ৮৩ রানের সঙ্গে যোগ হয় ফারজানা হক ও শারমিন আক্তারের অর্ধশতক। সব মিলিয়ে ৬ উইকেটে বাংলাদেশ করে ২৭৬ রান। ওয়ানডেতে এটি বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর। জবাবে ২৪২ রানেই থেমে যায় স্কটিশরা। তৃতীয় জয়ের এ ম্যাচে বাংলাদেশের হয়ে ৪০ রানে ৪ উইকেট নেন নাহিদা।

লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে বৃহস্পতিবার নিজেদের পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *