চট্টগ্রামে বর্ষবরণের মঞ্চ ভাঙচুর, বাতিল অনুষ্ঠান

টাইমস রিপোর্ট
2 Min Read
চট্টগ্রাম নগরীর ডিসি হিলে পয়লা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুর করে দুর্বৃত্তরা। ছবি: ইউএনবি
Highlights
  • 'নববর্ষের দিনও আবার হামলা হতে পারে- এমন আশঙ্কা থেকেই বর্ষবরণের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।'

চট্টগ্রাম নগরীর ডিসি হিলে পয়লা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুরের পর বর্ষবরণের অনুষ্ঠান বাতিল করেছেন আয়োজকরা।
রোববার (১৩ এপ্রিল) রাতের দিকে নগরীর কোতোয়ালি থানার ডিসি হিলের নজরুল স্কয়ারে অনুষ্ঠানস্থলে এ হামলা হয়।

পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, অনুষ্ঠানের আয়োজকদের ‘ফ্যাসিবাদের দোসর’ বলে দাবি করে দুর্বৃত্তরা এ হামলা চালায়। হামলাচেষ্টার অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ।

অনেক বছর ধরে ‘সম্মিলিত পয়লা বৈশাখ উদযাপন পরিষদের’ ব্যানারে চট্টগ্রামের ডিসি হিলে বাংলা বর্ষবরণের অনুষ্ঠান হয়ে আসছে। ৪৭ বছর পর অনুষ্ঠানটি বাধাগ্রস্ত হলো।

পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আলী টিটু জানান, রাত পৌনে ৮টার দিকে ৩০-৪০ জন যুবক ‘স্বৈরাচারের দোসরেরা, হুঁশিয়ার সাবধান’ স্লোগান নিয়ে মঞ্চের দিকে আসেন। একপর্যায়ে তারা ডেকারেশনের কাপড়, ব্যানার ও মঞ্চের পেছনের কাপড়ও ছিঁড়ে ফেলেন।

হামলার পর পুলিশ সদস্যরা এলেও পহেলা বৈশাখের (১৪ই এপ্রিল) অনুষ্ঠান করার মতো অবস্থা আর নেই বলে জানান তিনি।

টিটু বলেন, ‘নববর্ষের দিনও আবার হামলা হতে পারে- এমন আশঙ্কা থেকেই বর্ষবরণের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন জানান, এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। তাদেরকে থানায় নেওয়া হয়েছে।

হামলাকারীদের জিজ্ঞাসাবাদ চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘হামলায় কেউ আহত হয়নি, কেবল ব্যানার ছিঁড়েছে। তবে মূল মঞ্চের কিছু হয়নি।’
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *